এই সময়: তৃণমূল-বিজেপি বিরোধী জোট গঠনের ভাবনা মাথায় রেখেই সব জেলায় পঞ্চায়েত নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি শুরুর নির্দেশ দিচ্ছে আলিমুদ্দিন স্ট্রিট। এই জোটের লাইনকে মাথায় রেখেই প্রার্থী বাছাই করার নির্দেশও দিতে চলেছে সিপিএম। আলিমুদ্দিন স্ট্রিটে বুধবার সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠকে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি নিয়ে দীর্ঘ আলোচনা হয়।

Trinamool Congress : লক্ষ্য পঞ্চায়েত, ভোটার তালিকা খুঁটিয়ে মেলানোর নির্দেশ তৃণমূলের
সিদ্ধান্ত হয়েছে, ত্রিস্তরীয় পঞ্চায়েতে যেখানে রাজনৈতিক সমীকরণ যেমন রয়েছে, সেই সমীকরণ মাথায় রেখেই তৃণমূল-বিজেপি বিরোধী জোটে বিভিন্ন শক্তিতে সামিল করে ভোটে লড়াইয়ের কৌশল গ্রহণ করতে হবে। মোদ্দা কথা, কংগ্রেস অথবা আইএসএফ-এর সঙ্গে পঞ্চায়েত নির্বাচনে সিপিএম জোট করেই ভোটে লড়াই করতে চলেছে। কোথায় কোন শক্তির সঙ্গে নির্বাচনী সমঝোতা করা হবে, তা সংশ্লিষ্ট এলাকার সিপিএম নেতৃত্ব ঠিক করবেন।

BJP In West Bengal : বাম-কংগ্রেসের কর্মীদের সঙ্গে যোগাযোগ-বার্তা বিজেপির
সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলীর এক সদস্যের কথায়, ‘তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক শক্তিগুলিকে একত্র করার ভাবনা মাথায় রেখেই পঞ্চায়েত ভোটে লড়াই করা হবে। সেই মোতাবেক প্রার্থী বাছাই করতে হবে। স্বচ্ছ ভাবমূর্তি ও ভরসাযোগ্য ব্যক্তিকে প্রার্থী করতে হবে।’ সিপিএম নেতৃত্বের একাংশের বক্তব্য, অধিকাংশ জেলাতেই খসড়া প্রার্থী তালিকা তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। কিন্তু যেহেতু ত্রিস্তরীয় পঞ্চায়েতে স্থানীয় অনেক রাজনৈতিক-সামাজিক সমীকরণ থাকে, তাই ভোটের নির্ঘণ্ট ঘোষিত না হলে প্রার্থী তালিকা চূড়ান্ত করা মুশকিল।

Manas Bhunia : ‘নিজের নয়, মমতা-অভিষেকের ছবি দিন’, দলীয় কর্মীদের হুঁশিয়ারি রাজ্যের মন্ত্রীর
পঞ্চায়েত নির্বাচনে বামেদের সঙ্গে কী ভাবে সমঝোতা হবে, প্রদেশ কংগ্রেস নেতৃত্ব ইতিমধ্যে তা নিচুতলার হাতে ছেড়ে দিয়েছেন। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে মোট ভোটারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ভোটারের সংখ্যা বৃদ্ধি নিয়ে প্রধান বিরোধী দল বিজেপি ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে। এই পরিস্থিতিতে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী জেলার নেতা-কর্মীদের নির্দেশিকা পাঠিয়ে বিরোধীপক্ষের প্রচারে বিভ্রান্ত না হওয়ার বার্তা দিয়েছেন। নির্বাচন কমিশন যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে সেই তালিকা ধরেই পঞ্চায়েত ভিত্তিক রণকৌশল তৈরি করার নির্দেশ দিয়েছেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version