কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে ঝড়-বৃষ্টির পূর্বাভাস জানিয়েছেন হাওয়া অফিস। ঝড়ের কারণে যাতে বিদ্যুৎ সংযোগের সমস্যা না হয়, নড়েচড়ে বসল রাজ্য বিদ্যুৎ দফতর। বৃহস্পতিবার বিদ্যুৎ ভবনে আসন্ন ঝড় বৃষ্টির পূর্বাভাসের কথা মাথায় রেখে সমস্ত জেলার বিদ্যুতের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন বিদ্যুৎ মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস।

Darjeeling Weather : প্রবল শিলাবৃষ্টির জেরে ছিঁড়ল বিদ্যুতের তার, উত্তরের পাঁচ জেলায় ব্যাহত পরিষেবা
মন্ত্রী এদিন জানান, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সমগ্র রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির যে পূর্বাভাস রয়েছে সে বিষয় নিয়ে জোর প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা বজায় রাখার জন্য দফতরের সমস্ত কর্মীরা যেন সতর্ক থাকেন। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিদ্যুৎ দফতরের অতিরিক্ত মুখ্য সচিব শ্রী সুরেশ কুমার, পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার চেয়ারম্যান শ্রী শান্তনু বসু ও বিদ্যুৎ দফতরের অন্যান্য উচ্চপদস্থ অধিকর্তারা।

Kolkata Weather: পয়লা চৈত্রেই বছরের প্রথম কালবৈশাখী? শিলাবৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে
একই সঙ্গে আগামী ২৮শে মার্চ পর্যন্ত বিদ্যুৎ দফতরের সমস্ত কর্মীদের সব রকমের ছুটি বাতিল করা হয়েছে। এছাড়াও মাননীয় মন্ত্রী জানান, দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ১৫ই মার্চ সন্ধ্যায় ঝড় ও শিলাবৃষ্টির কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়েছে।

Rainfall Forecast : তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত, ২৪ ঘণ্টার মধ্যেই রাজ্যে দুর্যোগের সম্ভাবনা
এখনও পর্যন্ত যা খবর পাওয়া গিয়েছে, তাতে দেখা যাচ্ছে প্রায় ১০০ টি পোল ভেঙেছে। প্রায় আড়াইশোটি জায়গায় লাইনে গাছ পড়ে তার ছিঁড়ে গিয়েছে। বজ্রপাতে ইনসুলেটার নষ্ট হয়েছে বহু জায়গায়। যুদ্ধকালীন তৎপরতায় তিনশোর অধিক বিদ্যুৎকর্মী ও অফিসার কাজ করে বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করেন।

Rainfall forecast: ভ্যাপসা গরম থেকে মুক্তি দিতে শীঘ্রই কালবৈশাখীর সম্ভাবনা বঙ্গে
একই সঙ্গে তিনি এই পাঁচ জেলার বিদ্যুৎ দপ্তরের অধিকর্তা ও কর্মীদের ধন্যবাদ জানান যুদ্ধকালীন তৎপরতায় এই বিপর্যয় রুখে দেওয়ার জন্য।
বিদ্যুৎ দফতরের কন্ট্রোল রুমের ফোন নম্বর ৮৯০০৭৯৩৫০৩/৮৯০০৭৯৩৫০৪ দেওয়া হয়েছে জনসাধারণের জন্য।

Kolkata Weather : ধেয়ে আসছে কালবৈশাখী, ৪৮ ঘণ্টায় কলকাতায় ঝড়বৃষ্টির সম্ভাবনা
অন্যদিকে, হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার থেকেই আগামী সপ্তাহে মঙ্গলবার পর্যন্ত কলকাতা সহ দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, দুই বর্ধমানে বিস্তীর্ণ অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে বইতে পারে দমকা হাওয়া। দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গে যথেষ্ট ঝড় -বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়, বৃষ্টির কারণে আগামী তিন দিন গড় তাপমাত্রা অনেকটা কমে যেতে পারে। আবহাওয়া দফতর সূত্রে খবর, গড়ে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যেতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version