West Bengal News : হাসপাতালের শৌচালয় থেকে রোগীর ঝুলন্ত দেহ উদ্ধার। চাঞ্চল্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম সীতারাম সাউ (৫০)। গলার গামছার ফাঁস লাগানো অবস্থায় ওই রোগী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে অন্যান্য রোগীদের মধ্যে।

বৃহস্পতিবার রাতে দুর্গাপুর মহকুমা হাসপাতালের একটি শৌচালয় থেকে ওই ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। মেল সার্জিক্যালের টয়লেটে রোগীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বৃহস্পতিবার রাতে যখন রোগীদের উপস্থিতি খতিয়ে দেখছিলেন নার্স ও তাদের সহযোগীরা।

West Bengal Latest News: বিনামূল্যে রোগীদের জন্য ২৪ ঘণ্টাই অটো সার্ভিস, এক ফোনেই দোরগোড়ায় হাজির বাপি
সে সময় ওয়ার্ডের ২৫ নম্বর বেডটিতে এক রোগীকে দেখতে পাওয়া যায় নি। রোগীর নাম সীতারাম সাউ। রোগীর বাড়ী দুর্গাপুরের গোপালমাঠে।

এরপরেই গোটা হাসপাতাল জুড়ে ওই রোগীর খোঁজ শুরু হয়। গত ১৪ মার্চ ফিসচুলার সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। খোঁজাখুঁজির সময় ওই হাসপাতালের কর্মী তিনময় ঘোষ হাসপাতালের বাথরুমে ওই রোগীকে ঝুলন্ত অবস্থায় দেখেন।

গলায় গামছার ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় সীতারাম সাউ নামে ওই রোগীকে দেখতে পাওয়া যায়। এরপর হাসপাতালের কর্মী, রোগীদের পরিজনদের সহায়তায় ওই ব্যক্তিকে নামিয়ে আনা হয়। তড়িঘড়ি ওই ব্যক্তিকে সিসিইউতে নিয়ে যাওয়া হয়।

Durgapur News : পড়া না পারায় বেধড়ক মারধর একরত্তিকে! গৃহ শিক্ষিকার বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ পরিবার
সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় হাসপাতাল জুড়ে। দুর্গাপুর মহকুমা হাসপাতালে সুপার জানান, “এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।”

হাসপাতালের এক রোগী বলেন, “আমরা দেখলাম উনি বাইরে বেরিয়ে কিছুক্ষণ পায়চারি করছিল। এরপর নাইট সেনসাস শুরু হওয়ার সময় ওঁকে দেখা যাচ্ছিল না। ওঁকে নিজের বেডে প্রায় এক ঘণ্টা ধরে দেখতে পাওয়া যায়নি। এরপরেই খোঁজাখুঁজি শুরু হলে ওঁকে বাথরুমে পাওয়া যায়।”

রোগীর কোনও মানসিক সমস্যা ছিল কিনা সে ব্যাপারেও নিশ্চিত করে কিছু জানতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের মধ্যে এরকম রোগীর আত্মহত্যার ঘটনায় আতঙ্কে রয়েছেন বাকি রোগীরাও। হাসপাতালের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।

Calcutta Medical College : মেডিক্যাল কলেজে রোগীর ঝুলন্ত দেহ, আত্মহত্যা না অন্য রহস্য?
তবে হাসপাতাল সুপারের বক্তব্য, “আমরা তো নির্দিষ্ট করে রোগীকে নিরাপত্তা দিই না। উনি সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি ছিলেন। এখন বাথরুমের ভেতর গিয়ে কী করছেন, সেটা আমাদের জানা সম্ভব নয়।” বিষয়টি নিয়ে তদন্ত কমিটি গঠন করে ঘটনা খতিয়ে দেখা হবে বলে আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version