ফ্যাশন ডিজাইনার জুটি শান্তনু নিখিলের নতুন লাক্সারি স্টোর লঞ্চের পার্টিতে ফ্যাশন সেনসেশন উরফি জাভেদ (Urfi Javed) আমন্ত্রণ পাবেন না, তাও আবার হয় নাকি? উরফি এলেন এবং অ্যাজ ইউশুয়াল তাঁর পোশাকের ধাক্কায় ফের ঝড় উঠল সোশ্যাল মিডিয়ায়। নেটপাড়া ভাগ হয় দুই দলে। একদল তো উরফির কোনও খামতি কখনও দেখতেই পারেন না। আর এক দল নায়িকাকে বিঁধতে কসুর রাখলেন না। উরফি নিজে কেমন মুডে ছিলেন এদিন?