রণয় তেওয়ারি: টালিগঞ্জের এনটি ওয়ান স্টুডিওতে বিধ্বংসী আগুন। রবিবার ভোরে টালিগঞ্জের এনটি ওয়ান স্টুডিওতে আগুন লাগার ঘটনায় রীতিমত আতঙ্ক ছড়ায় এলাকায়।
আগুনের লেলিহান শিখায়, ক্যান্টিন সহ বেশ কযেকটি স্টোর রুম পুড়ে ছাই হয়ে যায়। ক্যান্টিনের পাশেই থাকা দুটি বাইক পুড়ে ভস্মিভূত হয়ে যায়। আগুনের তাপ এতটাই ছিল যে আশপাশের বাসিন্দারাও আতঙ্কিত হয়ে পড়েন। বাড়িতে থাকা অসুস্থদের বাইরে বের করে নিয়ে আসা হয়।
আগুন লাগার খবর পেয়ে স্টুডিও তে আসেন, হরনাথ চক্রবর্তী। তিনি বলেন, ‘সবে এসেছি। যা শুনলাম কেউ আহত হয়েনি। তবে বেশ কিছু জিনিসপত্র পুড়ে গিয়েছে’।
স্থানীয় বাসিন্দারা জানান, ভোর ৫টা নাগাদ আগুন লাগে। দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। দমকল দেরিতে এসেছে বলেও অভিযোগ করা হয়েছে স্থানীয়দের তরফে।
দমকলের এক অফিসার বলেন, ‘কে কি বলছেন বলতে পারবো না। আগুন লাগার খবর পাওয়ার পরই আমরা আসি। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন আসে। এরপরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কিভাবে আগুন লেগেছে, সেটা এখনই বলা সম্ভব নয়’।
অপর এক স্থানীয় বাসিন্দা জানান, তাঁদের বাড়ির সীমানা লাগোয়া দাহ্য পদার্থ বোঝাই গোডাউনের কারণে ক্ষতি হয়েছে আশেপাশের বাড়িগুলোর।
বাড়িতে থাকা তাঁর অসুস্থ মা কে বাইরে বের করে নিয়ে আসা হয়। তাঁদের বাড়ির ট্যাঙ্ক পর্যন্ত পুড়ে গিয়েছে বলে জানিয়েছেন তিনি।
এই গোডাউন গুলি অবৈধ ভাবে তৈরি করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। বারবার বলা সত্ত্বেও এই গোডাউন গুলি এখান থেকে সরানো হয়নি বলেও জানা গিয়েছে।
যাদের এই স্টুডিও, তাঁদের মধ্যে সৌগত নন্দি বলেন, ‘১৯৩১ সাল থেকে এই স্টুডিও রয়েছে। বেআইনি থাকলে সরকার দেখুক’।
অপরদিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন, মেয়র পারিষদ দেবব্রত মজুমদার। তিনি বলেন, ‘আগুন লাগার সময়ে এই সাইডে কেউই ছিলেন না। ঘটনায় কেউই আহত হননি’।