জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আয়ারল্যান্ডের (Ireland) বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে একের পর এক নজির গড়ল বাংলাদেশ (Bangladesh)। মুশফিকুর রহিম (Mushfiqur Rahim) শতরান করে ভেঙে দিয়েছেন সাকিব আল হাসানের (Shakib Al Hasan) ১৪ বছরের পুরনো রেকর্ড। অন্যদিকে, একদিনের ক্রিকেটে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি রান তুলল বাংলাদেশ। 

বাংলাদেশের ইনিংসের ৩৪তম ওভারে ব্যাট করতে আসেন রহিম। শুরু থেকেই চালিয়ে খেলতে থাকেন। তাঁকে আটকাতে পারেননি আয়ারল্যান্ডের কোনও বোলার। শেষ পর্যন্ত ৬০ বলে ১০০ রানে অপরাজিত থাকেন তিনি। এর আগে বাংলাদেশের হয়ে দ্রুততম শতরানের নজির ছিল সাকিবের। ২০০৯ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৬৩ বলে শতরানের নজির গড়েছিলেন। এবার সেই রেকর্ড ভেঙে দিলেন রহিম। 

আরও পড়ুন: IPL 2023: আইপিএল-এর ইতিহাসে সেরা এগারো বিতর্কিত ঘটনা! ছবিতে দেখে নিন

আরও পড়ুন: Virat Kohli, IPL 2023: কেন অলিম্পিয়ানদের মতো ফিটনেস ট্রেনিং করেন বিরাট কোহলি? জেনে নিন আসল কারণ

এক দিনের ক্রিকেটে ৭০০০ রানও হয়ে গেল রহিমের। কিছু দিন আগে একই কীর্তি অর্জন করেছেন সাকিব। তিনি এবং রহিম ছাড়া এই কৃতিত্ব রয়েছে শুধু তামিম ইকবালের।

এদিকে সোমবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৩৪৯ রান তুলেছে বাংলাদেশ। একদিনের ক্রিকেটে এটাই তাদের সর্বোচ্চ রান। এর আগে সর্বোচ্চ রান ছিল ৩৩৮। সেটা দু’দিন আগে এই আয়ারল্যান্ডের বিরুদ্ধেই তুলেছিল টাইগার্সরা। প্রথম ম্যাচে ১৮৩ রানে জিতে নজির গড়েছিল তামিমের দল। কারণ সেটাই বাংলাদেশের একদিনের ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জয়। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version