West Bengal News নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন ‘শান্তনু ঘনিষ্ঠ’ হিসেবে নাম উঠে আসা প্রোমোটার অয়ন শীল। একইসঙ্গে তাঁর গ্রেফতারির পর উঠে এসেছে আরও এক রহস্যময়ীর নাম। অভিনেত্রী-মডেল স্বেতা চক্রবর্তীর নাম উঠে আসার পর রীতিমতো তোলপাড় রাজ্যজুড়ে। এক টলি নায়িকার সঙ্গে অয়নের ‘ঘনিষ্ঠতা’ ছিল, সূত্রের খবর এমনটাই।

এদিকে এই যাবতীয় বিষয় নিয়ে মুখ খুললেন অয়নের শ্বশুর মনোরঞ্জন দাস। তিনি চুঁচুড়া কারবালা মোড় এলাকার বাসিন্দা এবং প্রাক্তন স্বাস্থ্যকর্মী। তিনি জানান, নিজেই পছন্দ করে অয়নের সঙ্গে মেয়ের বিয়ে দিয়েছিলেন। মনোরঞ্জনবাবু জানান, বিয়ের পর হাতে গোনা কয়েকবার তাঁর বাড়িতে এসেছেন অয়ন। বর্তমানে আর সেভাবে জামাইয়ের সঙ্গে কোনও কথা হত না। তবে যোগাযোগ রয়েছে মেয়ের সঙ্গে।

Sweta Chakraborty Model : ‘অয়নের নাম শুনিনি’, নিয়োগ দুর্নীতিকাণ্ডে সংবাদমাধ্যমের ভ্রান্তিবিলাসে ওষ্ঠাগত অন্য শ্বেতার জীবন
মেয়ে আপাতত দিল্লিতে, জানান মনোরঞ্জন। তিনি বলেন, “অয়নের মা-বাবার সঙ্গে কথা হয়েছে। অয়নের বাবা সদানন্দ শীল আক্ষেপ করেছেন। তিনি বলেছেন, সারা জীবন ছাত্রদের পড়িয়ে তাঁদের তিনি মানুষ করেছেন। ছেলে একেবারে অন্য রকম হয়ে গেল।” এদিকে জামাইয়ের প্রশংসাও শোনা যায় তাঁর মুখে। শান্তনু বলেন, “ও খুব ভালো ছেলে ছিল। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। টেকনিক্যাল বিষয়ে ওর অনেক জ্ঞান ছিল। পরিস্থিতি হয়তো বিপথে যেতে ওকে বাধ্য করেছে। এই বাড়িতে ও অনেক কম আসত। আমার মেয়ে কিছুই জানত না। ও তো অবাক।”

WB Recruitment Scam : ‘ইডি আসছে’, জিনিসপত্র সরিয়ে দাও’, অয়নকে হোয়াটসঅ্যাপে ‘সতর্কবার্তা’ রহস্যময়ীর?
অয়নের শ্বশুর বলেন, “আমি মনে করি মেয়ে এত গভীর ভাবে বিষয়টা জানত না। ও জানলে আমরাও জানতে পারতাম। যদি জানতাম সৎ উপদেশ দিতাম। সৎভাবে বাঁচার কথা বলতাম। আসলে ওকে ব্যবহার করা হয়েছে। আমরা জানতাম না এত কিছু। প্রমোটারি করে এটাই জানি। অয়ন পরিস্থিতির শিকার হয়েছে। আমার মেয়ে নিরপরাধ।”

Sweta Chakraborty- Ayan Seal : কালো গাড়িতে যাতয়াত! নিয়োগ দুর্নীতিতে পাড়ার ‘ভালো মেয়ের’ নাম জড়ানোয় হতবাক পড়শিরা
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে অয়নকে। তাঁকে গ্রেফতার করার পরই ED-র নজরে এক রহস্যময়ী। জানা গিয়েছে, এক রহস্যময়ী অয়নকে একটি মেসেজ পাঠান। যেখানে বলা হয়, “ED আসতে পারে। সমস্ত জিনিসপত্র সরিয়ে ফেল।” কে এই রহস্যময়ী? তার খোঁজ চালাচ্ছে ED।

Recruitment Scam : ‘রাজ্যের সর্বত্র চাকরিতে দুর্নীতি হয়েছে, সহায় একমাত্র ভগবান কৃষ্ণ!’ আদালতে বিস্ফোরক ED
অন্যদিকে, কামারহাটি পুরসভাতে কর্মরত এক মডেল এবং অভিনেত্রীর নাম উঠে এসেছে অয়ন শীলের গ্রেফতারির পর। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়কে। তাঁদের গ্রেফতারির পর রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version