West Bengal News : গ্রামের তিনটি নলকূপই খারাপ হয়ে পড়ে রয়েছে। গরম পড়তে না পড়তেই জলস্তর নামছে। পানীয় জলের সরবরাহ নেই গ্রামে। অগত্যা কেনা জলই ভরসা। এমন পরিস্থিতিতে ক্ষোভ বাড়ছে দক্ষিণ ২৪ পরগনা জেলার মগরাহাটের উস্থির নাজারা এলাকায়।

এলাকার কিছু অংশের মানুষের পানীয় জলের তেষ্টা মেটাতে হচ্ছে পুকুরের জলেই। ফলত বাড়ছে রোগভোগের আশঙ্কাও। যদিও দ্রুত কল মেরামত করে দেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা

Jaundice Symptoms : জন্ডিসের বাড়বাড়ন্ত বালির একাধিক ওয়ার্ডে, জলের নমুনা পরীক্ষার আশ্বাস পুরসভার
কথায় আছে জলই জীবন! আর সেই পানীয় জল এখন টাকা দিয়ে কিনে খেতে হচ্ছে এলাকার মানুষের। পানীয় জল না পেয়েই বিক্ষোভ উস্থির নাজরা এলাকায়। স্থানীয় মানুষের দাবি, দীর্ঘদিন ধরে টাকা দিয়ে কিনে খেতে হচ্ছে পানীয় জল।

আর না হলে পুকুরের জলই স্থানীয় মানুষজন ফিল্টার করে পান করছে। পেটের রোগ, সংক্রমণের আশঙ্কা করছেন গ্রামবাসীরা। পানীয় জলের সংকট নিয়ে রীতিমতো ক্ষুব্ধ এলাকাবাসী। স্থানীয় বাসিন্দাদরে দাবি, এলাকায় তিনটি পানীয় জলের নলকূপ রয়েছে। বর্তমানে তিনটিই খারাপ হয়ে পড়ে রয়েছে।

Dakshin Dinajpur : কাঁচা রাস্তায় যাতায়াত আর কতদিন? ভোট বয়কটের ডাক গঙ্গারামপুরে
বারে বারে প্রশাসনকে জানিয়েও কোনও ফল লাভ হয়নি। পাশেই রয়েছে একটি প্রাইমারি স্কুল। সেই স্কুলের কলও খারাপ। ফলে পানীয় জলের সমস্যায় পড়তে হয় স্কুলের পড়ুয়াদেরও। অনেকের অভিযোগ, সামনেই রোজা রয়েছে। এইভাবে যদি জল সংকটে ভুগতে হয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হবে তাঁরা।

স্কুলের দিদিমণির দাবি, আমফানের পর থেকেই স্কুলের পানীয় জলের কল বেহাল হয়ে পড়েছে। বারে বারে স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে BDO-কে জানিয়েও কোনও ফল লাভ হয়নি। অগত্যা পানীয় জলের দাবিতেই আজ বিক্ষোভ দেখাতে থাকে এলাকার মানুষজন। স্থানীয় এক বাদিন্দার কথায়, “আমরা কতদিন আর এভাবে কিনে জল খেয়ে বাঁচব। কারও কোনও হেলদোল নেই। আগামী দিনে তো জলের সমস্যা নিয়ে রাস্তায় হবে আমাদের।”

Durgapur News : পুরসভার কলে নর্দমার দূষিত জল! বাড়ছে পেট খারাপ-চর্মরোগ
এই বিষয় নিয়ে মগরাহাট পশ্চিমের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ইমরান হাসান জানান, গরমকালে জল স্তর নেমে যাওয়ার কারণেই ঠিকঠাক মতন জল পাওয়া যাচ্ছে না। তবে যত শীঘ্রই সম্ভব কল সারানোর ব্যবস্থা করা হবে। ফোনে মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এমন ঘটনা হতেই পারে না। পরে তিনি আশ্বাসও দেন, খারাপ হয়ে থাকলে এক মাসের মধ্যে তিনি কল সারাইয়ের ব্যবস্থা করে দেবেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version