স্টার জলসার ধারাবাহিক গোধূলী আলাপ (Godhuli Alap)। টিআরপি-র দিক থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে এই সিরিয়াল, তবুও অরিন্দম-নোলকের প্রেমে মজেছেন সিরিয়ালপ্রেমী দর্শক। এই সিরিয়ালের প্রযোজক রাজ চক্রবর্তী। ধারাবাহিকের এক বছরের পূর্তি উপলক্ষ্যে জমাটি সেলিব্রেশন হল সেটে। হাজির ছিল এই সময় ডিজিটালও। পর্দার পিছনে আপনাদের প্রিয় তারকা কী করেন? দেখে নিন না…