বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানে আসবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রথমবারের জন্য রাজ্যে আসছেন রাষ্ট্রপতি, তাঁর নিরাপত্তা নিয়ে স্বাভাবিকভাবেই কড়াকড়ি থাকবে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। তবে রাষ্ট্রপতির নিরাপত্তায় সব থেকে বড় বাধা কোনও মানুষ নয়, সরীসৃপ। নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হলেও সাপ নিয়ে চিন্তায় আধিকারিকরা। ২৮ শে মার্চ বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রাষ্ট্রপতির। সেই কারণে আজই সাপ ধরায় পারদর্শী বন দফতরের একটি দল বিশ্বভারতী যাচ্ছে বলে জানা গিয়েছে।রাষ্ট্রপতির নিরাপত্তায় কোনও ধরনের খামতি রাখতে নারাজ ডিরেক্টর অফ সিকিউরিটি, জেলা পুলিশ ও প্রশাসন। সেই কারণে দেশের প্রথম নাগরিকের সফরের আগেই শান্তিনিকেতন সহ যে যে সম্ভাব্য জায়গায় তিনি যেতে পারেন, তা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। রাষ্ট্রপতির সফরকে ঘিরে তুঙ্গে জেলা প্রশাসনের প্রস্তুতি। এ নিয়ে ডিরেক্টর অফ সিকিউরিটির নির্দেশে বুধবার শান্তিনিকেতনের আম্রকুঞ্জে একটি বৈঠকও হয়।

Amartya Sen Land Controversy: অমর্ত্য সেনকে উচ্ছেদের নোটিস, বিশ্বভারতীর হলে হাজিরার নির্দেশ
বৈঠকে রাষ্ট্রপতির সফরের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা হয়েছে। রাষ্ট্রপতি যে সকল সম্ভাব্য জায়গাগুলিতে যেতে পারেন, তাও পরিদর্শন করেন আধিকারিকরা। রবীন্দ্র ভবন, রবীন্দ্র অতিথিগৃহ, বিনয় ভবন লাগোয়া হেলিপ্যাডও ঘুরে দেখতে দেখা যায় প্রশাসনিক আধিকারিকদের। রাস্তার ধারে থাকা বিভিন্ন আগাছা ছেঁটে ফেলারও নির্দেশ দেওয়া হয়েছে।

তবে নিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলেও নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের মাথাব্যথার কারণ সাপ। বিশ্ববিদ্যালয় চত্বর পরিদর্শনের সময় সাপের উপদ্রবের বিষয়টির কথা আধিকারিকরা জানতে পারেন। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে বিশ্বভারতীতে বিষধর সাপের উপদ্রব রয়েছে। জঙ্গল ঘেরা লালবাঁধ, পম্পা লেকে বিষধর সাপ রয়েছে বলে জানিয়েছেন পড়ুয়া থেকে শুরু করে অধ্যাপকরা। সেই কারণে রাষ্ট্রপতির সফর চলকালীন স্নেক ক্যাচার রাখার নির্দেশ দিয়েছেন নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা।

Shantanu Banerjee : ‘শান্তনু নির্দোষ… এত সম্পত্তির কথা জানতাম না’, মুখ খুললেন স্ত্রী প্রিয়াঙ্কা
বন দফতরের এডিএফও শ্রীকান্ত ঘোষ বলেন, “বিশ্বভারতীতের উদয়নভবন, কলাভবন সহ বেশ কিছু জায়গায় সাপ রয়েছে বলে জানা গিয়েছে। প্রচুর গাছপালা ও জঙ্গল থাকার কারণে ওই সব জায়গাগুলিতে সাপ রয়েছে। আজকেই একটা টিম বিশ্বভারতীতে যাবে নেওয়া হবে। এই টিম আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকে রাষ্ট্রপতির সফর শেষ হওয়া পর্যন্ত বিশ্বভারতীতেই থাকবে।”

West Bengal Weather : বুধবার থেকে আবহাওয়ায় বড় বদল, ৬ জেলায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা
উল্লেখ্য বেশ কয়েকদিন ধরে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সঙ্গে জমি নিয়ে বিশ্বভারতীর সংঘাত চলছে। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও অধ্যাপকদের একাংশের সঙ্গেও কর্তৃপক্ষের বিরোধ রয়েছে। রাষ্ট্রপতির সফরের দিন পরিস্থিতি নতুন কোনও দিকে মোড় নেয় কিনা এটাই এখন দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version