গাড়ি থেকে নেমে যা ঘটল তা চোখ এড়ায়নি অনুরাগীদের। রণবীর দীপিকার হাত ধরার চেষ্টা করলে এড়িয়ে যান নায়িকা। শুধু তাইই নয় এরপর দীপিকাকে সরাসরি উপেক্ষা করে এগিয়ে যান রণবীর। চারপাশে অনেক মানুষের সঙ্গে কথা বললেও দুজনের মধ্যে কোনও বাক্যালাপই হল না। যদিও পাপারাৎজিদের জন্য একসঙ্গে পোজ দেন তারা।
Source link