রাজ্যে নিয়োগ নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। নিয়োগ দুর্নীতি কাণ্ডে তৃণমূলের একাধিক নেতাদর গ্রেফতারির পর বাম আমলের দিকে নিয়োগ বেনিয়মের অভিযোগ তুলেছে শাসকদল। সিপিএম নেতা সুজন চক্রবর্তীর স্ত্রীর চাকরিকে নিশানা করেতেন কুণাল ঘোষ, পার্থ ভৌমিক থেকে শুরু করে ব্রাত্য বসুর মতো তৃণমূল নেতামন্ত্রীরা। নিয়োগ দুর্নীতি নিয়ে বাম আমলের দিকে বিস্ফোরক অভিযোগ করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী তথা দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। তাঁর দাবি, যোগ্যতা না থাকা সত্ত্বে চাকরি পাওয়া ১০০ জনের তালিকা রয়েছে। নিয়োগ দুর্নীতি ইস্যুতে রাজ্যজুড়ে তোলপাড়ের মধ্যেই এমনি বিস্ফোরক অভিযোগ করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর। দিনহাটার বিধায়কও সরাসরি বাম আমলের দিকে অভিযোগ তুলে সিপিএমকে নিশানা করেছেন। এমনকী বাম আমলে ‘কোটা’-র চাকরি সিপিএম ফরওয়ার্ড ব্লক ভাগাভাগি করে নিত বলেও দাবি করেন উদয়ন।

Recruitment Scam : ‘রাজ্যের সর্বত্র চাকরিতে দুর্নীতি হয়েছে, সহায় একমাত্র ভগবান কৃষ্ণ!’ আদালতে বিস্ফোরক ED
সাংবাদিকদের মুখোমুখি হয়ে উদয়ন বলেন, “বাম আমলে কোটার চাকরি হয়েছে। সেই সময় আমি ফরওয়ার্ড ব্লক করতাম আমার বলতে কোনও অসুবিধা নেই। চাকরি ভাগ হত। সিপিএম সব থেকে বেশি অংশ পেত। জেলার দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে ফরওয়ার্ড ব্লকও চাকরি পেত। বাকি অংশ সিপিআই ও আরএসপির মধ্যে ভাগ করে দেওয়া হত। কোটা অনুযায়ী মাধ্যমিক পাশ হলেই চাকরি মিলত। মাধ্যমিকের সার্টিফিকেট থাকলেই চাকরি হয়ে যেত।”

Recruitment Scam : ২০১২ প্রাথমিক টেটেও দুর্নীতি? অয়নের অফিসের থেকে মিলল চাঞ্চল্যকর তথ্য
তিনি আরও বলেন, “আমি সেই সময় ফরওয়ার্ড ব্লক করতাম, সেই কারণে দায় অস্বীকার করছি না। আমি যখন বিধায়ক হই, তখন এই কোটা উঠে গিয়েছে। অনেকে দ্বিতীয় বিভাগে পাশ করে মুখ্যমন্ত্রীর কোটায় অনেকে ডাক্তার হয়েছেন। আমি ১০০ জনের নাম এমনিই বলতে পারব, যাঁরা কোটায় চাকরি পেয়েছেন। যে সারাদিন দল করত, তাঁর স্ত্রীয়ের চাকরি দল করে দিত। এটা কী কোনও দুর্নীতি নয়!”

Sweta Chakraborty Ayan Sil: অয়ন ঘনিষ্ঠ সিভিল ইঞ্জিনিয়ার শ্বেতার চাকরিও আতস কাচের তলায়, মুখ খুলল পুরসভা
উদয়নের এই মন্তব্যের পর স্বাভাবিকভাবেই নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর আগে একই কায়দায় বামেদের নিয়োগ নিয়ে আক্রমণ করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শুক্রবার বিকাশ ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। সেখানে বামেদের উদ্দেশে তাঁর পরমার্শ ‘কাচের ঘরে বসে ঢিল ছুড়বেন না।’ তাঁর মতে বামদের আমলে অনেকেই নিয়ম বহির্ভূতভাবে চাকরি পেয়েছেন। এমনকী একই পরিবারের চারজনের চাকরি পাওয়ার অভিযোগ করেন মন্ত্রী। তাঁর দাবি, ইডি-সিবিআইয়ের মতো সংস্থাগুলির তদন্তে বাম আমলকেও আনা হোক, তৃণমূলকে কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version