নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন হুগলির প্রোমোটার অয়ন শীল। তাঁর গ্রেফতারির পরেই উঠে এসেছে কামারহাটি পুরসভার সহকারী ইঞ্জিনিয়ার শ্বেতা চক্রবর্তীর নাম। যদিও শ্বেতার দাবি, নিছকই কাজের সূত্রে তাঁর অয়নের সঙ্গে আলাপ।

এদিকে শুক্রবার পুর পরিষেবা সংক্রান্ত প্রকল্প উদ্বোধনের জন্য কামারহাটি পুরসভাতে গিয়েছিল বিধায়ক মদন মিত্র। সেই সময়ই শ্বেতার সঙ্গে কথা বলেন তিনি। কিন্তু, কেন হঠাৎ শ্বেতার সঙ্গে ‘আলাপচারিতা’? এই সময় ডিজিটাল-কে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানালেন মদন মিত্র।

Madan Mitra-Sweta Chakraborty : পুরসভায় গিয়ে শ্বেতার মুখোমুখি বিধায়ক মদন, কী প্রশ্ন করলেন ‘কালারফুল বয়’?
মদনের বিবৃতিতে ‘শ্বেতার সঙ্গে সাক্ষাৎকাহিনি’
“কাল পুরসভায় একটা মিটিং ছিল। এদিন অটো অন কল চালু হয়েছে। এক ফোনেই দুয়ারে পৌঁছবে অটো। এই পরিষেবা উদ্বোধনের পর চেয়ারম্যান আমাকে তাঁর ঘরে আমন্ত্রণ করেছিলেন চা খাওয়ার জন্য। আমি পুরসভায় ঢোকার সময় বহু পুরকর্মীরা এগিয়ে আসেন। অনেকেই আমার কুশল সংবাদ জিজ্ঞাসা করেন।”

“আমি সাধারণত সকলের সঙ্গে ভালোভাবে কথা বলি। আমি যখন চেয়ারম্যানের ঘরে প্রবেশ করছিলাম সেই সময় বাম দিকের একটি AC হলে কর্মীরা ছিলেন। তাঁদের কুশল সংবাদ জিজ্ঞাসা করি। যেই বেরোতে যাব সেই সময় আমাকে পাশ থেকে কেউ একটা বলেছিলেন, ও শ্বেতা। একটি মেয়ের দিকে ইঙ্গিত করেছিলেন তিনি। এরপরেই আমি দেখি এক কোনে শ্বেতা বসে রয়েছেন।”

Sweta Chakraborty Ayan Sil : ‘ওর স্ত্রীকেও চিনি…’, নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়নের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন ‘ভাগ্নি’ শ্বেতা
“সংবাদ মাধ্যমের সুবাদে ওর মুখটা এখন পরিচিত। আমি তখন জিজ্ঞাসা করলাম, আপনার কী নাম? তিনি তখন উত্তর দিলেন, শ্বেতা চক্রবর্তী। এরপর আমি জানতে চেয়েছিলাম, আপনি কোথায় থাকেন? তিনি উত্তর দেওয়ার পর আর কোনও কথা বলিনি। আমার ক্যামেরাম্যান বলল ও অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার। এরপর আমি সেখান থেকে বেরিয়ে আসি।”

এই বর্ণনা দেওয়ার পর মদন বলেন, “এরপর আমি সেখান থেকে বেরিয়ে আসি। শুনেছি ও কাজ করছে। আমাদের কাছে তো ওকে অফিস না করতে দেওয়ার কোনও নির্দেশ আসেনি। স্বাভাবিকভাবেই ও কাজ করছে।”

Sweta Chakraborty Ayan Sil: অয়ন ঘনিষ্ঠ সিভিল ইঞ্জিনিয়ার শ্বেতার চাকরিও আতস কাচের তলায়, মুখ খুলল পুরসভা
এদিকে নিয়োগ দুর্নীতিতে অয়ন শীলের সূত্র ধরে তাঁর নাম ভেসে আসার পর কাজের জায়গাতেও বিড়ম্বনায় পড়তে হয়েছে শ্বেতাকে, জানিয়েছেন তিনি। অনেকেই কৌতুহল বশত তাঁকে দেখতে আসছেন। পুরসভায় শ্বেতাকে নিয়ে কর্মীদের মধ্যে তৈরি হয়েছে কৌতুহলও। এই প্রসঙ্গে মদন মিত্রকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এই বিষয়ে আমি কী বলব! আসলে ওঁর নাম সংবাদ মাধ্যমে বহুবার শুনছেন মানুষ। তাই হয়তো এই কৌতুহল।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version