North 24 Parganas News : দলের নিচু তলার কর্মীদের সঙ্গে সামঞ্জস্যের অভাব রয়েছে দলীয় নেতৃত্বের ? তৃণমূল বিধায়কের সামনে সেরকমটাই অভিযোগ করলেন কর্মীরা। উত্তর ২৪ পরগনা জেলায় বাগদায় ‘দিদির দূত’ কর্মসূচিতে গিয়ে নিজের দলের কর্মীদের মুখেই ক্ষোভের মুখে পড়তে হল বিধায়ক বিশ্বজিৎ দাসকে। বিষয়টি নিয়ে নেতৃত্বের সঙ্গে কথা বলার আশ্বাস বিধায়কের।

TMC Meeting : বনগাঁয় তৃণমূলের সম্মেলনে অধিকাংশ আসন ফাঁকা! ‘ডাকাই হয়নি’ সাফাই জেলা নেতৃত্বের
রবিবার বাগদা ব্লকের কোনিয়াড়া -১ নাম্বার গ্রাম পঞ্চায়েত এলাকায় দিদির দূত হিসাবে আসেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। করঙ্গ কালিতলাতে পুজো দিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে গ্রামে গেলে করঙ্গ বুথের প্রাক্তন বুথ সভাপতি সাধন ঘোষ বিধায়ককে সামনে পেয়ে অভিযোগ করে।

Bankura News : জনসংযোগে বেরিয়ে বিক্ষোভের মুখে BJP বিধায়ক, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
বিধায়ককে সামনে পেয়ে তিনি বলেন, ” আমাদের দলীয় কর্মসূচিতে ডাকা হয় না। অঞ্চল সভাপতিকে এসএমএস করেও কোন উত্তর পাওয়া যায় না । আজকের কর্মসূচি সম্পর্কেও বলা হয়নি তাঁকে।” বিধায়ক অভিযোগ শুনে বর্তমান বুথ সভাপতিকে নির্দেশ দেন পুরনো কর্মীদের ডেকে কাজ করবার জন্য।

Jagadish Barma Basunia : ‘তৃণমূলের তেল ফুরিয়ে আসছে, বাতি নিভে যাচ্ছে…’ বিস্ফোরক সিতাইয়ের বিধায়ক
এই বিষয়ে প্রাক্তন বুথ সভাপতি সাধন ঘোষ বলেন, “আমি দীর্ঘদিনের পুরনো তৃণমূল কংগ্রেসের কর্মী আমাকে বর্তমানে কোনও দলীয় কর্মসূচিতে ডাকা হয় না।” দলের নিচু তোলার একাংশের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে চলছে না জেলা নেতৃত্ব। আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে যা অশনি সংকেত বলে মনে করছেন তাঁরা। সে কারণেই এদিন বিধায়কের সামনে সেই ক্ষোভ উগরে দেন তাঁরা।

Cooch Behar News : BJP বিধায়ককে ‘গো ব্যাক’ স্লোগান, উত্তেজনা কোচবিহারে
এই বিষয়ে দিদির দূত বিশ্বজিৎ দাস বলেন, “আমি ওই দলীয় কর্মীর কথা শুনে নেতৃত্বকে তাকে নিয়ে কাজ করবার জন্য নির্দেশ দিয়েছি।” তবে দলীয় কর্মীদের এই বিক্ষোভ কিছুটা অস্বস্তিতে ফেলে বলেই মনে করছেন অনেকে। প্রসঙ্গত, দিন চারেক আগেই বনগাঁ তৃণমূলের সংখ্যালঘু সেলের কর্মী সম্মেলন আয়োজন করা হয়। সেই সম্মেলনের মঞ্চের সামনে একাধিক আসন ফাঁকা পড়ে থাকতে দেখা যায়। শুরু হয় গুঞ্জন।

Madan Mitra : ‘যেখানেই যাই, কেস খেয়ে যাই’, দলনেত্রীর কড়া নির্দেশে স্পিকটি নট মদন মিত্র
সাগরদিঘি নির্বাচনের ফলাফলের পর সংখ্যালঘু সম্প্রদায় কি তৃণমূলের থেকে মুখ ফেরাতে শুরু করেছে ? এই নিয়ে কটাক্ষ উড়ে আসে বিরোধীদের তরফে। যদিও সম্মেলনে কর্মী উপস্থিতি নিয়ে বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, “মুষ্টিমেয় লোক নিয়েই এই মিটিং করার কথা ছিল। ব্লক সভাপতি, অঞ্চল সভাপতিদের ডাকা হয়েছিল।” তবে আয়োজকদের সমালোচনা করেও বিশ্বজিৎ বলেন, “ওঁরা বুঝতে পারেনি। আরও নিম্ন স্তরের কর্মীদের এই সম্মেলনে ডাকা উচিত ছিল।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version