কৌস্তভ বাগচীর (Koustav Bagchi) গ্রেফতারি নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন বিচারপতি রাজাশেখর মান্থা (Justice Rajasekhar Mantha)। কলকাতার নগরপালের রিপোর্টে সন্তুষ্ট হননি তিনি। সরকারি আইনজীবীকে বিচারপতি জানিয়েছেন, পুলিশ কমিশনারের দেওয়া রিপোর্ট কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) গ্রহণযোগ্য হবে না। তীব্র ভর্ৎসনা করে বিচারপতি রাজাশেখর মান্থা বলেন, “আপনার পুলিশ কমিশনার গোটা পুলিশি অভিযানকে যুক্তিগ্রাহ্য বলছেন! গোটা ঘটনায় কখনই গ্রহণযোগ্য নয়। সবাই সেটা জানে। অথচ কলকাতা পুলিশের কমিশনার বেআইনি কাজে উৎসাহ দিচ্ছেন? এই ধরণের আচরণ মানতে পারছি না।”

Koustav Bagchi : কৌস্তভকে সুরক্ষা: আপত্তি সিআরপিএফের
অসন্তুষ্ট বিচারপতি মান্থা

সোমবার আদালতে কৌস্তভ বাগচীর মামলায় শুনানি চলাকালীন বিচারপতি রাজাশেখর মান্থা দুই পক্ষের আইনজীবীর উপরই ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, “এটা কি খুব গ্রহণযোগ্য? জনপ্রতিনিধিরা একজন আর একজনের বিরুদ্ধে ক্রমগত ব্যক্তিগত আক্রমণ করবেন?” কৌস্তভ বাগচীর মামলার পরিপ্রেক্ষিতে পুলিশকে সতর্ক করা প্রয়োজনীয় বলেও জানান কলকাতা হাইকোর্টের এই বিচারপতি। একইসঙ্গে এই মর্মে বিস্তারিত রিপোর্ট চেয়ে রাজ্যের তরফে একটি হলফনামা জমা করারও নির্দেশ দেন তিনি। আগামী ১২ এপ্রিলের মধ্যে কৌস্তভ বাগচীর মামলায় হলফনামা দিতে হবে রাজ্যকে। সেই সময় পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল থাকবে। এই মামলায় পরবর্তী শুনানি হবে আগামী ২০ এপ্রিল।

DA Protest Latest News : কর্মবিরতির জের, টানা কর্মবিরতি চালানোয় আইনজীবীদের বিরুদ্ধে রুল জারি
এদিকে, কৌস্তভ বাগচীর মামলায় যুক্ত করা হল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে। CRPF কৌস্তভকে নিরাপত্তা দিতে আপত্তি জানানোয় CISF-এর নিরাপত্তার জন্যই এই সিদ্ধান্ত। আদালত সূত্রে খবর, আগামী দিনে CISF কৌস্তভ বাগচীর বাড়ি সংলগ্ন এলাকায় ঘুরে দেখে নিরাপত্তা দিতে পারবে কি না জানিয়ে রিপোর্ট দেবে।

Calcutta High Court : ‘রাজ্যের আইন শৃঙ্খলার অবণতি হয়েছে’, কৌস্তভকে স্বস্তি দিয়ে লিখিত পর্যবেক্ষণ হাইকোর্টের
ব্যারাকপুরে কৌস্তভের ভাড়াবাড়িতে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে পরিকাঠামোগত সমস্যা হবে। এমনটাই জানানো হয়েছে। আপত্তি শুধুই পরিকাঠামোগত অসুবিধার জন্যে নাকি রাজনৈতিক কারণে, তা নিয়েও প্রশ্ন তুলছেন কৌস্তভের অনুগামীরা। এর আগে কৌস্তভ বাগচীও ব্যারাকপুর কমিশনারেটের কাছে নিরাপত্তা চেয়ে একটি মেল করেছিলেন। তাঁর উপর হামলা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছিলেন এই কংগ্রেস নেতা।

Koustav Bagchi : ‘যে কোনও মুহূর্তে হামলা হতে পারে’, নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ কৌস্তভ
এদিকে, পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার পরিস্থিতির অবণতি হয়েছে বলে লিখিত আকারে পর্যবেক্ষণ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। আইনজীবীর বিরুদ্ধে FIR-এর উপর স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি মান্থা। তাঁর নির্দেশ ছিল, “আগামী চার সপ্তাহ এই মামলা স্থগিত থাকবে।” আর এই সংক্রান্ত নির্দেশ দিতে গিয়েই লিখিত আকারে বিচারপতি রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবণতির কথা উল্লেখ করেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version