চৈত্রমাসের শুক্লপক্ষের বাসন্তী পুজোই প্রকৃত দুর্গাপুজো (Durga Puja)। আর এর পরের দিনই অন্নপূর্ণা পুজো। দেবী অন্নপূর্ণাও দেবী দুর্গারই এক রূপ। বলা হয়, গৃহে অন্নপূর্ণার পুজো করলে কখনওই অন্নের অভাব হয় না। আপনি পরিশ্রম করেও সুফল পাচ্ছেন না? কিংবা সংসারে অবিচল রয়েছে আর্থিক অনটন? সঠিক সময় দেবী দুর্গাকে তুষ্ট করলে কেটে যেতে পারে নানান বাধা, এমনটাই বলছে জ্যোতিষশাস্ত্র।
Updated By: Mar 28, 2023, 07:49 PM IST