কিছুদিন আগেই সিভিক ভলান্টিয়ারদের ক্লাস নেওয়া বিতর্কে রীতিমতো উত্তাল হয়েছিল গোটা রাজ্য। বাঁকুড়া পুলিশের ‘অঙ্কুর’ নামক সেই উদ্যোগ প্রসঙ্গে বিতর্ক কাটতে না কাটতেই ফের একবার নতুন করে দানা বাঁধল বিতর্ক।

সম্প্রতি অস্থায়ী লেকচারার চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছিল বাঁকুড়া বিশ্ববিদ্যালয়। সেখানে বলা হয় প্রার্থীদের PHD থাকতে হবে বা তাঁদের নেট উত্তীর্ণ হতে হবে। সেখানে আরও বলা হয় প্রার্থীরা প্রতি সপ্তাহে চারটি করে ক্লাস নিতে পারবেন এবং তাঁদের প্রতিটি ক্লাসের জন্য ৩০০ টাকা করে দেওয়া হবে। তবে সপ্তাহ পিছু ক্লাস বাড়নো হতে পারে, বলা হয় এমনটাও।

RBU Recruitment 2023: অধ্যাপনা করতে চান? ₹50 হাজারের বেশি বেতনের চাকরির সুযোগ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে
২৪ মার্চের এই বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসতেই রীতিমতো সমালোচনার ঢেউ বয়ে গিয়েছে। এমনকী, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারও সমালোচনা করেন। তিনি বলেন, “এবার কি সিভিক অধ্যাপক নিয়োগ হবে? বিষয়টি অদ্ভূত ও যথেষ্ট বেদনাদায়ক। রাজ্য সরকারের আর্থিক পরিস্থিতি একটাই খারাপ যে সিভিক পুলিশের মতো সিভিক অধ্যাপক নিয়োগ করতে চাইছে?”

অন্যদিকে, সিপিআইএম-এর বাঁকুড়া জেলা সম্পাদক অজিত পতি বলেন, “শিক্ষা ব্যবস্থাকে কী ভাবে ধ্বংস করতে হয় তার একটা নমুনা এই বিজ্ঞপ্তি। ৩০০ টাকা যদি কোনও অধ্যাপক পান সেক্ষেত্রে তাঁর কোনও দায়বদ্ধতা থাকবে না। শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে।”

Civic Volunteer : সিভিক ভলান্টিয়ারদের কাঁধে আইন শৃঙ্খলাজনিত দায়িত্ব নয়, হাইকোর্টের নির্দেশে সার্কুলার জারি পুলিশের
যদিও বিরোধীরা বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে বলে দাবি করেছেন তৃণমূল নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরা। তিনি বলেন, “শিক্ষাকে আর্থিক মূল্য দিয়ে বিচার করা যায় না। বিজেপি-সিপিআইএম মানুষের থেকে বিচ্ছিন্ন। সোশাল মিডিয়ায় তাই এসব প্রচার করে টিকে থাকতে চাইছে।”

Calcutta University: সহকারী অধ্যাপক পদে নিয়োগ কলকাতা বিশ্ববিদ্যালয়ে, ইন্টারভিউ পাশেই অধ্যাপনার সুযোগ
অন্যদিকে, সোশাল মিডিয়াও রীতিমতো উত্তাল হয়েছে। উচ্চ শিক্ষিত যুবকদের মাসিক ৪ হাজার ৮০০ টাকার বিনিময়ে কেন কলেজে পড়াতে হবে? এই প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ। অন্যদিকে, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী এবং চুক্তিভিত্তিক ঝাড়ুদার নিয়োগের জন্য ১৯ ডিসেম্বর ২০২২ সালে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে মাসিক ভাতা বলা হয় পাঁচ হাজার টাকা। পুরনো এই বিজ্ঞপ্তি টেনেও অনেকে কটাক্ষ করেছেন।

এই পুরনো বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক

Visva Bharti Recruitment: জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করছে বিশ্বভারতী, জানুন আবেদনের পদ্ধতি
আর্থিকদিক থেকে কি তাঁদের থেকেও অধ্যাপকদের কম বেতন দেওয়া হবে? এই প্রশ্ন তুলেছেন নেটনাগরিকদের একাংশ। এদিকে এই যাবতীয় বিতর্ক নিয়ে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবনারায়ণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগ করা হলেও তাঁর থেকে কোনও উত্তর পাওয়া যায়নি। পুরো বিষয়টি নিয়ে এখনও বিশ্ববিদ্যালয়ের তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version