অভিযোগ উঠেছে, রাস্তা দিয়ে আসা তরুণীদেরকে উত্ত্যক্ত করছিল ওই তিন যুবক। রাস্তা দিয়ে যাওয়া তরুণীদের গায়ে নাকি তরল মাদকও ছুড়ে দেয় অভিযুক্তরা। এরপরে স্থানীয় মানুষজন দেখতে পেয়ে তার প্রতিবাদ করে। সেই সময় তাদের ওপরও চড়াও হয় এই তিন যুবক। এর পরেই এলাকার মানুষজন জড়ো হয়ে ওই তিন যুবককে ধরে বেধড়ক মারধর করার পর তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
সোমবার রাতে এই ঘটনায় বিষ্ণুপুর থানার জুলপিয়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান, “এই ছেলেগুলিকে নিয়ে অনেকদিন থেকেই অভিযোগ রয়েছে। মাঝে মধ্যেই বেলেল্লাপনা করে এরা। আজ সমস্ত কিছু ছাপিয়ে ওই তরুণীদের পিছনে লাগতে গিয়ে ওদের গায়ে তরল মাদক ছুঁড়ে মারে।
মেয়েগুলি ভয় পেয়ে আমাদের কাছে এসে অভিযোগ জানালে আমরা ছেলেগুলিকে গিয়ে ধরি। আমাদের কথা না শুনে উলটে ওরা আবার আমাদের ওপরে মারমুখী হয়ে ওঠে। তখন স্থানীয়রা ক্ষেপে গিয়ে ওদের ধরে বেধড়ক মার লাগায়। তারপর পুলিশকে খবর দিলে পুলিশ এসে ওদের ধরে নিয়ে যায়। বাকি বেয়াদপ যুবকদের এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিৎ”।
পুলিশ সূত্রে খবর, ধৃতরা বারুইপুর থানা এলাকার টংতলা বারুইপুর সংশোধনাগারের রাস্তায় বাইক নিয়ে রাস্তার মহিলাদেরকে উক্ত্যক্ত ও কটুক্তি করতে থাকে। তারই মধ্যে কয়েকজন প্রতিবাদ করে। সেখান থেকে বাইক নিয়ে পালিয়ে আসে অভিযুক্তরা।
পরে উত্তেজিত জনতা জুলপিয়া এলাকায় রাস্তা আটকায় ও তাদেরকে মারধর করে। তারপর তাঁদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তবে এই ঘটনায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি। পুলিশ সুয়োমোটো কেস স্টার্ট করেছে। ধৃতদেরকে আজ মঙ্গলবার আলিপুর আদালতে পেশ করা হবে।
