সঞ্চিতা মুখোপাধ্যায় পুরুলিয়া
উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ডিউটি পড়েছিল ঝালদা উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে। তবে শুধু চেয়ারে না-বসে যে ভাবে পরীক্ষা দিতে আসা ছাত্রীদের পাশে দাঁড়ালেন এক মহিলা কনস্টেবল তা রীতিমতো প্রশংসা কুড়িয়েছে এলাকায়। ঝালদা থানার লেডি কনস্টেবল গীতা মাঝি পরীক্ষার প্রথম দিন থেকেই পরীক্ষার্থীদের পাশে থেকেছেন। নিজে মহিলা হওয়ায় মেয়েদের প্রয়োজনের উপর ছিল তাঁর বিশেষ নজর।

Higher Secondary Exam 2023 : উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে সপাটে চড় শিক্ষিকার, ইটাহারে স্কুলে তুলকালাম
ঝালদা এলাকায় কম বয়সে এখনও বিয়ে দেওয়ার প্রচলন রয়েছে। তাই বহু পরীক্ষার্থীই বিবাহিত। তেমনই একজন এ বার ৭ মাসের শিশুকে নিয়েই দিচ্ছিল পরীক্ষা। নিজের শিশুর জন্য চিন্তা নিয়েই পরীক্ষা দিচ্ছিল ওই পরীক্ষার্থী। বিষয়টি নজরে পড়ে গীতার। পুলিশের খাঁকি পোশাকের ভেতরেই মাতৃ হৃদয় আকুল হয়ে ওঠে। ৭ মাসের শিশুটিকে কোলে তুলে নেন গীতা।

Higher Secondary Exam : পরীক্ষা হল থেকে রক্তদান শিবিরে
পুরো পরীক্ষার সময়টি একেবারে মায়ের স্নেহেই সেই শিশুটিকে আগলে রাখেন আড়াই বছরের সন্তানের জননী গীতা। কখনও কোলে নিয়ে কখনও বা পায়চারি করে টানা ৩ ঘণ্টা ওই দুধের শিশুকে সামলে রাখেন তিনি। এর মধ্যেই নিজের কাজও করে যান তিনি। তাঁর এই মমত্ববোধ দেখে আপ্লুত হয়ে যান পরীক্ষার্থী থেকে সাধারণ মানুষজনও। ওই শিশুর মা মহিলা কনস্টেবলকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘প্রথমে খুব চিন্তা ছিল। কনস্টেবল দিদি এমন ভাবে আমার বাচ্চাকে রেখেছিলেন যে আমার আর কোনও ভাবনা হয়নি।

HS Exam 2023: উচ্চ মাধ্যমিক পরীক্ষার মাঝে স্কুলের ছাদে মিলল বোমা, চাঞ্চল্য ঝাড়গ্রামে
নিশ্চিন্তে পরীক্ষা দিতে পেরেছি।’ আর এক পরীক্ষার্থী শ্রেষ্ঠা চেল বলে, ‘কনস্টেবল দিদি খুব ভালো। তিনি যে ভাবে ওই শিশুটিকে নিয়ে আমাদের এক সহপাঠীকে সহায়তা করলেন তার তুলনা হয় না।’ এ নিয়ে অবশ্য অনেকটাই নিস্পৃহ গীতা। তিনি শুধু বলেন, ‘মাকে পরীক্ষার সময় সে ভাবে না পেয়ে শিশুটি কাঁদছিল। যাতে শিশু ভালো থাকে আর মায়েরও পরীক্ষা দিতে সমস্যা না হয় তাই শিশুটিকে নিয়েছি। পুলিশের কাজই হলো মানুষের পাশে থাকা।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version