জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবার তৃণমূল কংগ্রেসের নিশানায় বাম নেতা শতরূপ ঘোষ। দলের হোলটাইমার, নির্বাচনী প্রক্রিয়ায় সম্পত্তির উল্লেখ রয়েছে ২ লক্ষ টাকা। অথচ ২২ লাখের গাড়ি চড়়েন শতরূপ। কীভাবে? এদিন এই অভিযোগেই সিপিআইএমের যুব নেতা শতরূপ ঘোষের বিরুদ্ধে মারাত্মক অভিযোগে সোচ্চার রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। কুণালের দাবি, শতরূপ একুশের বিধানসভা নির্বাচনের সময় হলফনামা দাখিল করে জানিয়েছিলেন, যে তাঁর মোট সম্পদের পরিমণ ২ লক্ষ টাকা। সেই শতরূপ ঘোষই ২০২৩ সালে ২২ লক্ষ টাকা দিয়ে বিলাসবহুল একটি গাড়ি কিনেছেন। 

আরও পড়ুন, Tiljala Minor Girl Murder case: তিলজলা ইস্যুতে শুধু রিপোর্ট তলব নয়, কলকাতায় টিম পাঠানোর সিদ্ধান্ত NCPCR-র

ট্যুইটে কুণালের দাবি, “২০২১ নির্বাচনী হলফনামায় মোট সম্পদ ২ লক্ষ টাকা। এখন এককালীন ২২ লক্ষ টাকা দিয়ে নতুন গাড়ি। এককালীন পেমেন্ট। আবার চাবি দেওয়ার সময়ে রীতিমাফিক ছবি না তুলতে অনুরোধও করা হয়েছে।” পরবর্তী ট্যুইটে তৃণমূল মুখপাত্রের আরও দাবি, “এই কি আমাদের পরিচিত শতরূপ? ২০২১ সালে নির্বাচনী হলফনামায় মোট সম্পদ ২ লক্ষ টাকা। এখন ২০২৩ সালে সানেই মোটর শোরুম থেকে মারুতি সুজুকির নতুন বিলাসবহুল মডেল গ্র্যান্ড ভিটারা কিনেছেন। দাম এবং আনুষঙ্গিক খরচ প্রায় ২২ লক্ষ টাকা দিয়ে। গাড়ির নম্বর WB06Y2230,গাড়ি শতরূপের নামে। এককালীন পেমেন্ট করেছে ক্রেতা।”

শতরূপের দাবি, যাবতীয় কাগজপত্র-সহ একটি সাংবাদিক সম্মেলন ডেকেছি। আমার বাবা চেকে ১৮ লক্ষ টাকা পেমেন্ট করেছেন। আমার অ্যাকাউন্ট থেকে আড়াই লক্ষ টাকা দিয়েছি। এই দুটো চেকেই গাড়ি কিনেছি। বাবা-মা স্টিল অথরিটি অফ ইন্ডিয়ায় সারাজীবন চাকরি করেছেন। আমার বাবা কার নামে গাড়ি কিনবেন সেটা তো কুণাল ঘোষের ভাবনা নয়।

আরও পড়ুন, President Draupadi Murmu: বঙ্গ সফরের দ্বিতীয় দিন, সময়ের আগেই বেলুর মঠে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু!

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version