তিলজলা কাণ্ডে পুলিশি জেরার মুখে একাধিকবার বয়ান বদল। একাধিক তথ্যে অসঙ্গতি। দুদিন তদন্তের পর তদন্তকারীদের দাবি, তান্ত্রিক তত্ত্ব সম্পূর্ণ ভুয়ো। নিজের অপরাধকে ঢাকতেই তান্ত্রিক তত্ত্বকে সামনে এনেছিল বলে জানিয়েছেন তদন্তকারীরা। অর্থাৎ ওই শিশুকন্যাকে যৌন নির্যাতনের পর খুন করাই ছিল অভিযুক্তের আসল উদ্দেশ্য বলে পুলিশ সূত্রে খবর। রবিবার পুলিশের হাতে ধরা পড়ার পর থেকেই অভিযুক্ত অলোক কুমার সাউয়ের দাবি ছিল, এক তান্ত্রিকের পরামর্শেই এই ঘটনা ঘটিয়েছে সে। কিন্তু পুলিশের দাবি, তান্ত্রিকের নাম ঠিকানা কিছুই বলতে পারেনি সে।

Tiljala Murder Update: নাবালিকাকে অকথ্য অত্যাচার, চিৎকার আড়ালে রেডিয়ো চালায় অভিযুক্ত! তিলজলাকাণ্ডে চাঞ্চল্যকর অভিযোগ

পুলিশ সূত্রে খবর, গত দুদিন ধরে অভিযুক্তের দাবি মতো নিমতলা ঘাট ও তার সংলগ্ন অঞ্চলে তল্লাশি চালিয়েও অলোকের দাবি মতো কোনও তান্ত্রিকের দেখা মেলেনি। শুধু কলকাতায় নয়, বয়ানে দেওয়া বর্ণনা অনুসারে এমন তান্ত্রিকের খোঁজ রাজ্যে কোথাও মেলেনি। এব্যাপারে অলোককে বার বার জিজ্ঞাসাবাদ করা হল প্রতিবারই বয়ান বদলায় সে। তাই তান্ত্রিকের উপস্থিতি যে এই কেসে নেই তা একাধারে নিশ্চিত তদন্তকারীরা।

শিশুকন্যার দেহ উদ্ধারের সময় অলোক কুমার সাউয়ের ফ্ল্যাট থেকে গাঁজার প্যাকেট উদ্ধার করেছে পুলিশ। অলোক জানায়, তান্ত্রিকের পরামর্শেই সে গাঁজার প্যাকেট রেখেছিল। গাঁজার নেশা করার পর নরবলি দেওয়ার নির্দেশ ছিল বলে জানিয়েছিল সে। এখানেই প্রথম খটকা লাগে তদন্তকারীদের। এই ধরনের কেসে সাধারণত শ্মশানে নরবলি দেওয়া হয়। এক্ষেত্রে তান্ত্রিকের উপস্থিতি ছাড়া নরবলি ও বাকি বয়ানের অসঙ্গতি ভাবায় তদন্তকারীদের।

Tiljala Murder: বার বার গর্ভপাত এড়াতে তান্ত্রিকের নির্দেশে নরবলি! তিলজলায় নাবালিকা খুনে চাঞ্চল্যকর তথ্য

তদন্তে উঠে আসা তথ্য অনুযায়ী, যৌন নিগ্রহের উদ্দেশে পরিকল্পনা করেই নাবালিকাকে অপহরণ করে অভিযুক্ত অলোক কুমার সাউ। গাঁজার প্রতি আসক্তি রয়েছে তাঁর। অনুমান,ঘটনার দিনও গাঁজার নেশাতেই নাবালিকার উপর অত্যাচার চালায় সে। ইতিমধ্যে গোটা আবাসনে বাচ্চাটির খোঁজে তোলপাড় পড়ে গেলে, তাঁকে খুন করে। দেহটি রাতের অন্ধকারে সরিয়ে ফেলার উদ্দেশে বস্তাবন্দি করে রাখে সে। অলোক কুমার সাউয়ের পুরনো কোনও অপরাধের রেকর্ড আছে কি না, খতিয়ে দেখছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version