‘মেরে বয়ফ্রেন্ডকে সাথ গুলু গুলু করেগি তো থোপতুইঙ্গি না তুঝকো’, গাল্লি বয় সিনেমাতে আলিয়া ভাটের এই ডায়ালগ রীতিমতো জনপ্রিয় হয়েছিল। এবার যেন সিনেমার লাইভ টেলিকাস্ট দেখা গেল সোশাল মিডিয়ায়। এক প্রেমিককে কেন্দ্র করে দুই প্রেমিকার লড়াই। আর সেই ভিডিয়োই এখন সোশাল মিডিয়ায় ভাইরাল।

জানা যাচ্ছে, এই ভাইরাল ভিডিয়োটি দাসপুর থানার জ্যোতঘনশ্যাম এলাকার। ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল। জানা যাচ্ছে, গত ২৯ মার্চ বুধবার জ্যোতঘনশ্যাম এলাকার প্রধান সড়কের উপরেই দুই তরুণী মারামারি করতে শুরু করে। কয়েকজন সেই ভিডিয়ো করে তা সোশাল মিডিয়ায় পোস্ট করে দেয় এবং নিমেষে তা ভাইরাল হয়।

Donald Trump News : যৌন কেলেঙ্কারির অভিযোগে গ্রেফতার ডোনাল্ড ট্রাম্প? ছবি ঘিরে তোলপাড়
ভিডিয়ো অনুযায়ী, দুই তরুণী রীতিমতো চুলোচুলিতে জড়িয়ে পড়েছেন। তাঁদের গোল করে ঘিরে রয়েছেন আরও কিছু মহিলা। মোটের উপর তুঙ্গে বিবাদ। এই দৃশ্য বর্তমানে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ঠিক কী কারণে ঝগড়া করছিলেন ওই তরুণীরা? প্রাথমিকভাবে যে তথ্য পাওয়া গিয়েছে তা মোতাবেক, এক তরুণকে কেন্দ্র করে ওই দুই তরুণী নিজেদের মধ্যে মারামারিতে জড়িয়ে পড়েছিলেন। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল।

Fact Check : আমেরিকার ট্রেনে বি আর আম্বেদকরের ছবি? জানুন সত্য তথ্য
দুই তরুণীর মারামারির ঘটনার দৌড়ে আসেন স্থানীয়রা। দুজনকে মারপিট করতে দেখে প্রথমে কিছুটা হকচকিয়ে যান তাঁরা। এরপর তাঁদের শান্ত করার জন্য কথাও বলতে শোনা যায় কিছু মহিলাকে। দু’জনকেই কিছুক্ষণ বোঝানোর পর শান্ত করে বাড়ি পাঠানো হয়।

তবে কোন তরুণের জন্য ওই দুই তরুণী মারামারিতে জড়িয়ে পড়েছিলেন তা এখনও স্পষ্ট নয়। দাসপুরের এক বাসিন্দা বলেন, “আমরা ভিডিয়োটি দেখেছি। তরুণীদের চিনতে পারছি না। শুনলাম ওরা এই এলাকার মেয়ে। তবে তাঁদের পরিচিতি প্রসঙ্গে আমার সঠিক কোনও তথ্য এখনও জানা নেই।”

Taj Mahal : রোগভোগে শয্যাশায়ী মা, স্ট্রেচারে বসিয়েই তাজমহল দর্শন​ করালেন ছেলে
দাসপুরের অপর এক বাসিন্দা বলেন, “ভিডিয়োতে যে জায়গা দেখা যাচ্ছে তা চেনা ঠেকলেও কবে কখন এই ঘটনা ঘটেছে, তা সঠিকভাবে জানি না। ঘটনাটি যে দাসপুরেরই, তা স্পষ্ট করে বলা এখনই সম্ভব নয়।”

Mahua Moitra On Bilkis Bano Case : ‘দানব!’ BJP নেতার সঙ্গে বিলকিসের ধর্ষকের ছবি দেখেই ফুঁসে উঠলেন মহুয়া
ইতিমধ্যেই ভিডিয়োটি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এক নেটিজেনের মন্তব্য, “এ তো মনে হচ্ছে সিনেমা দেখছি। কিন্তু, আমার সেই যুবকটিকে দেখার ইচ্ছে রইল যাঁর জন্য এই দুই তরুণী মারপিট করছে সে নিঃসন্দেহে সৌভাগ্য। তবে ভালোবাসা নিয়ে বচসা না করাই ভালো।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version