নিয়োগ দুর্নীতিকাণ্ডে জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে আজ আলিপুর আদালতে পেশ করা হয়। আদালতে ঢোকার সময় সাংবাদিকের কোনও প্রশ্নের উত্তর না দিলেও বাইরে বেরনোর সময় মুখ খোলেন বেহালা পশ্চিমের বিধায়ক। সম্প্রতি নিয়োগ দুর্নীতি নিয়ে পার্থর মুখে শুভেন্দু অধিকারী, সুজন চক্রবর্তীর নাম শোনা গিয়েছিল। পালটা শুভেন্দু বলে তাঁকে তাঁদের নাম বলার কথা শিখিয়ে দেওয়া হয়েছে। সেই সংক্রান্ত প্রশ্নের জবাবে বিরোধী দলনেতাকে তীব্র কটাক্ষ করেন পার্থ।

Suvendu Adhikari: ‘ব্রাত্য বসুকে সরিয়ে পার্থকে অপকর্মগুলো করার জন্য দায়িত্ব…’, নিয়োগ দুর্নীতিতে তৃণমূলকে নিশানা শুভেন্দুর
সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি অসত্য ভাষণের কোনও উত্তর দিই না। এই ধরনের কথা অসত্য, বাস্তবহীন এবং কোনও তথ্য নেই। আমি যা জীবনে করিনি, উনি বিরোধী দলনেতা, উনি ভালোমতো জানেন। আমার বিদ্যা, বুদ্ধি এবং রাজনৈতিক প্রজ্ঞা থেকেই কথা বলি। আমাকে কেউ শিখিয়ে দেয় না। এই ধরনের কথা আমি ওনার থেকে প্রত্যাশা করি না।”

Partha Chatterjee: শুভেন্দু-সুজন-দিলীপ ঘোষরা বড় বড় কথা বলছে, খুঁজে দেখুন কী করেছে : পার্থ
পার্থ চট্টোপাধ্যায়ের এই মন্তব্য নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সম্প্রতি আদালত থেকে বেরনোর সময় নিয়োগ দুর্নীতি নিয়ে তাঁর বিরুদ্ধে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি নেতা দিলীপ ঘোষ ও সিপিএম নেতা সুজন চক্রবর্তীর নাম শোনা গিয়েছিল। আদালত থেকে বেরনোর সময় পার্থ বলেন, “নিয়োগ দুর্নীতি নিয়ে অনেকে কথা বলছে। শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ ও সুজন চক্রবর্তীও আমাকে তদ্বির করেছিলেন। আমি তাঁদের জানিয়েছি, কোনও সাহায্য করতে পারব না, কারণ আমি নিয়োগকর্তা নই। শুভেন্দু অধিকারীর ২০১১-২০১২ সাল মনে নেই। তাঁরা নিজেদেরকে প্রশ্ন করুন।” পার্থর এই মন্তব্যের কিছুক্ষণ আগে কার্যত একই বয়ানে টুইট করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।

পার্থ চট্টোপাধ্যায়ের এই বক্তব্য সামনে আসার পর রীতিমতো সাংবাদিক বৈঠক করে মুখ খোলেন বিরোধী দলনেতা। পার্থর মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, “অত্যন্ত দুর্বল চিত্রনাট্য। প্রেসিডেন্সি সংশোধনাগারে পার্থর আইনজীবী ও জেল সুপার দেবাশিস চক্রবর্তীর উপস্থিতিতে এই চিত্রনাট্য রচিত হয়েছিল।” এমনকী প্রেসিডেন্সি জেলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার দাবি জানিয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে গোটা ঘটনা শিখিয়ে দেওয়ার অভিযোগ করেন শুভেন্দু।

Suvendu Adhikari on Biman Bose: ‘এই বয়েসেও নিজে হাতে কাপড় কাচেন,’ বিমান বসুর ভূয়সী প্রশংসা শুভেন্দুর
উল্লেখ্য, ২০২২ সালের ২২ জুলাই পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে কোটি কোটি নগদ টাকা ও সোনার গয়না উদ্ধার করেছিল ইডি। এই ঘটনার পর নাকতলার বাড়ি থেকে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। তারপর থেকে তিনি জেলে রয়েছেন। তবে এখনও তাঁকে দলের বিরুদ্ধে মুখ খুলতে শোনা যায়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version