West Bengal News : ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে তৃণমূল নেতৃত্বকে ঘিরে বিক্ষোভের ঘটনা যেন থামতেই চাইছে না। শুক্রবার ফের গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ল তৃণমূল নেতৃত্ব। এবার ঘটনাস্থল বাঁকুড়া ২ নম্বর ব্লক। বিক্ষোভের মুখে পড়ে কার্যত পালিয়ে যেতে বাধ্য হলেন তৃণমূল নেতা-কর্মীরা।

যদিও তৃণমূল নেতৃত্বের দাবি, সমীক্ষা করতে গিয়ে বেশ কিছু জায়গায় ভুল ত্রুটির সম্মুখীন হতে হচ্ছে অনেককেই। সেই কারণেই এই কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে দলের তরফে। স্থানীয়দের অভিযোগ দ্রুত সমাধান করা হবে।

Didir Doot : ‘আপনারা তো ভাগাড়ে থাকেন…!’ বেহাল রাস্তার জন্য বিয়ে বন্ধ গ্রামে, বিধায়কের সামনে ক্ষোভ গ্রামবাসীদের
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার বাঁকুড়া ২ নম্বর ব্লকের মৌলাডাঙ্গা এলাকায় ‘দিদি সুরক্ষা কবচ’ কর্মসূচি নেয় স্থানীয় তৃণমূল নেতৃত্ব। গ্রামে গিয়েই বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়তে হল স্থানীয় তৃণমূল নেতা-কর্মীদের। বিক্ষোভের আঁচ পেয়ে এলাকা ছাড়ে তৃণমূল কর্মীরা।

এদিন বাঁকুড়া ২ নম্বর ব্লকের মৌলাডাঙ্গা এলাকায় আবাস যোজনার বাড়ি, নির্মল বাংলা শৌচালয় সহ বিভিন্ন সমস্যা নিয়ে স্থানীয়দের ব্যাপক ক্ষোভের মুখে পড়েন তৃণমূল নেতাকর্মীরা। স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকার মানুষের সমস্যার কথা বারে বারে পঞ্চায়েত, তৃণমূল স্থানীয় নেতৃত্ব থেকে সংশ্লিষ্ট প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি। এদিন ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি নিয়ে মৌলাডাঙ্গা গ্রামের পৌঁছয়ে ব্লক তৃণমূল সভাপতি বিধান সিং, মহিলা তৃণমূল সভানেত্রী বিশ্বরূপা সেনগুপ্ত সহ জেলা তৃণমূল অন্যান্য নেতা-কর্মীরা।

Lovely Maitra : কখনও পায়ে হেঁটে-কখনও স্কুটিতে, নন্দীগ্রাম ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে লাভলি
তাঁদের সামনে পেয়ে ঘিরে ধরে ক্ষোভ উগরে দেন এলাকার মানুষজন। ক্ষোভের কথা স্বীকার করে নিয়ে ব্লক তৃণমূল নেতৃত্বের দাবি, বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করলে কিছু ভুল ত্রুটি বের হবেই। আগামী দিন সমস্ত সমস্যার সমাধান করা হবে।

স্থানীয় বাসিন্দা বীণা পরমানিক বলেন, “আমরা কী অবস্থায় আছি, দেখবেন চলুন। আমাদের এখনও পর্যন্ত কোনও ঘর দেয়নি। বহুবার বলা হয়েছে ঘর দেওয়ার জন্য। কয়েকজন পাচ্ছে, কিন্তু বাকিরা পাচ্ছে না। সে কারণে আমরা ওঁদের কাছের সব অভিযোগ জানিয়েছি।”

স্থানীয় আরেক বাসিন্দা প্রিয়াঙ্কা বাউরি বলেন, “আগের বছর যাঁরা ঘর পেয়েছিল, তাঁরাই এ বছর ফের ঘর পাচ্ছে। এটা তো উচিৎ নয়। যাঁরা ঘর পাইনি, তাঁদেরকে তো সেটা ব্যবস্থা করে দেওয়া উচিত।”

Didir Doot : আলিপুরদুয়ারে বিক্ষোভের মুখে ‘দিদির দূত’! সামলাতে ছুটলেন খোদ জেলাশাসক
বিষয়টি নিয়ে স্থানীয় মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী বিশ্বরূপা সেনগুপ্ত বলেন, “আপনারা জানেন, কেন্দ্রীয় সরকার চক্রান্ত করে ১০০ দিনের কাজ সহ আবাস যোজনার টাকা পাঠানো বন্ধ করে দিয়েছে। যে কারণে ২০১৮ সালের পর থেকে আবাসের কাজ বন্ধ হয়েছিল। সেই কারণে অনেক মানুষের ক্ষোভ রয়েছে।” আগামী দিনে সমস্যা নিরসনের আশ্বাস দেন তৃণমূল প্রতিনিধিরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version