এই সময়: বিলাসবহুল গাড়ি, বাড়ি। বিপুল টাকার সম্পত্তি। সে সব নিয়ে হাত পা ছড়িয়ে আরামে থাকতেন যিনি, পাকেচক্রে সেই তাঁকেই মশার কামড় থেকে বাঁচার আবেদন করতে হচ্ছে আদালতের কাছে। তাঁর এমনই দুভোর্গের কথা বৃহস্পতিবার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবী মারফত জানালেন নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি, তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা কুন্তল ঘোষ। তাঁর আবেদন, মশা তাড়াতে কয়েলের ব্যবস্থা করা হোক। যদিও কুন্তলের আবেদনে আদালত সাড়া দেয়নি।

Recruitment Scam : কুন্তল ঘোষ ম্যাজিশিয়ান: তাপস, আমার শুধু লস-ই হলো: কুন্তল
বৃহস্পতিবার, ১৪ দিনের জেল হেফাজত শেষে কুন্তলকে হাজির করানো হয় ব্যাঙ্কশাল আদালতে। সেখানে সংক্ষিপ্ত শুনানিতে কুন্তলের আইনজীবী বিচারকের কাছে আবেদন করেন, ‘স্যর, খুব মশার উপদ্রব। যদি মশার কয়েলের একটা ব্যবস্থা করে দেন, তা হলে খুব উপকৃত হই।’ বিচারক শুভেন্দু সাহা অবশ্য সঙ্গে সঙ্গে ওই আবেদন খারিজ করে দেন। তাঁর বক্তব্য, ‘এটা আমাকে কেন বলছেন? জেল কর্তৃপক্ষের যদি দেওয়ার থাকে, তা হলে দেবেন। আমি অ্যালাও বা ডিরেকশন কিছুই দেব না।’ তার পর খানিকটা থমকে বিচারক বলেন, ‘নিরাপত্তার ব্যাপার আছে। সেটাও খতিয়ে দেখতে হবে।’

Recruitment Scam : জেল থেকে ফের সিবিআই হেফাজতে সেই শান্তিপ্রসাদ
প্রেসিডেন্সি সংশোধনাগার সূত্রের খবর, বাকি কয়েদিদের সঙ্গে সমস্যা হওয়ায় কুন্তলকে রাখা হয়েছে বিচ্ছিন্ন একটি সেলে। তবে সেখানে নিয়মিত মশার মারার ওষুধ দেওয়া হয়। কুন্তল অবশ্য তার পরেও রাত-বিরেতে ‘মশা কামড়াচ্ছে’ বলে অভিযোগ করেন। কিন্তু জেল কর্তৃপক্ষ জায়গাটি দেখে সেখানে মশার অস্তিত্ব পাননি বলে জানিয়েছেন। জেলকর্মীদের কারও কারও ধারণা, এখন গরম ক্রমে বাড়ছে। রাত-বিরেতে গরমের জেরে গা-হাত-পায়ে চুলকুনি হতে পারে এবং সেটাই হয়তো কুন্তল মশার কামড় ভেবে ভুল করছেন।

Kuntal Ghosh : ‘জোর করে কয়েকজন নেতাদের নাম বলানোর চেষ্টা হচ্ছে’, বিস্ফোরক নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল
কুন্তলের বিরুদ্ধে ইডি-র পেশ করা চার্জশিটের কপি এ দিন তাঁর আইনজীবীর হাতে তুলে দেওয়া হয়। আদালতে আর সবিস্তার কোনও সওয়াল-জবাব হয়নি। দু’পক্ষের আইনজীবীদের সঙ্গে কথা বলে ২৭ এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। ততদিন জেল হেফাজতেই থাকতে হবে কুন্তল ঘোষকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version