শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: মেয়ো রোডে বাঁক নেওয়া সময় সামনে পড়ে গেল বাইক। আর তাকে বাঁচাতে গিয়েই মেয়ো রোডে উল্টে গেল একটি মিনিবাস। সেটি মেটিয়াব্রুরুজ-হাওড়া রুটের। বাস উল্টে গিয়ে ভেতরে চাপা পড়ে যান বেশ কয়েকজন যাত্রী। বাসের সামনের কাচ ভেঙে তাদের বাইরে বের করে আনা হয়।
আরও পড়ুন-চাপ বাড়ছে রাজ্যের উপরে! ডিএ আন্দোলনকে এবার দিল্লি নিয়ে যাচ্ছেন সরকারি কর্মচারীরা
আহতদের অধিকাংশকেই এসএসকেএমের ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৩ জনের আঘাত গুরুতর। একজনের আঘাত আশঙ্কাজনক। জানা যাচ্ছে মোট ১৮ জনকে এসএসকেএম হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। এদের মধ্যে বাইকচালকও রয়েছেন।
সবিস্তার আসছে……..