“জ্যোতি বসু বড় দুর্নীতি করছেন”, এই মন্তব্য করতে শোনা গিয়েছে তাঁকে। শুক্রবার রাতে দিনহাটার -২ ব্লকের নয়েরহাট বাজারে তৃণমূল কংগ্রেসের একটি সভায় যোগ দিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। বক্তব্য রাখার সময় নিয়োগ দুর্নীতি নিয়ে তিনি বলেন, “ আমার সঙ্গে পড়ত এমন অনেকে থার্ড ডিভিশনে পাশ করে চাকরি করছে। তবে আমি বলি কমল গুহ টাকা নিয়ে চাকরি দেননি।”
উল্লেখ্য, কমল গুহ প্রসঙ্গে তাঁর ছেলে উদয়নের মন্তব্যে রাাজ্য রাজনীতিতে কার্যত আলোড়ন পড়ে গিয়েছিল। ফিরহাদ হাকিমের কণ্ঠেও শোনা গিয়েছিল উলটো সুর। এরপরেও বিস্তর শোরগোল পড়ে।
এদিন জ্যোতি বসুকে তোপ দাগেন উদয়ন গুহ। তিনি বলেন, “জ্যোতি বসু বড় দুর্নীতি করেছেন। একটা সময় যখন বাংলায় মেডিক্যাল কলেজে, ডাক্তারি পড়ার জন্য ছাত্র ভর্তি হত। আসন কম ছিল। সেই সময় মুখ্যমন্ত্রীর কোটা ছিল। ১০টা ডাক্তারিতে, ১০টা ইঞ্জিনিয়ারিংয়ে। ফার্স্ট ডিভিশনে পাশ করেও অনেকে জয়েন্টে চান্স পাননি। কিন্তু, সেকেন্ড ডিভিশনে পাশ করেও দিনহাটার CPIM নেতা মানিক দত্তর ছেলে আজ ডাক্তার হয়েছেন জ্যোতিবাবুর কোটায়! জ্যোতি বাবু আপনি দুর্নীতি করেননি!”
অন্যদিকে, উদয়নের আক্রমণকে আমল দিতে নারাজ বামেরা। এই প্রসঙ্গে বাম নেতা সুজন ঘোষের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “কে উদয়ন গুহ? ওর কথার কোনও জবাব দেবে না। আগে লিস্ট বার করুক তারপর কথা হবে।” পাশাপাশি কোচবিহারের বাম নেতা অনন্ত রায় বলেন, “তৃণমূল দলটা আপাদমস্তক দুর্নীতিতে ডুবে গিয়েছে। গোটা দেশের মানুষ জ্যোতি বসুকে সম্মান করে। কোনও চুনোপুটি নেতা তাঁর প্রসঙ্গে ঠিক কী মন্তব্য করল তার জবাব দেওয়ার প্রয়োজন মনে করি না।”
সবমিলিয়ে ফের একবার উদয়ন গুহর মন্তব্যে শোরগোল পড়েছে রাজ্য রাজনীতিতে। উল্লেখ্য, কিছুদিন আগে বাম নেতা সুজন চক্রবর্তীর স্ত্রী নিয়ম মেনে সরকারি চাকরি পাননি, এই দাবিতে সুর চড়িয়েছিল তৃণমূল।