West Bengal News : বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভার অনুমতি মিলল না পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায়। স্থানীয় একটি স্কুলের মাঠে সভা হওয়ার কথা থাকলেও স্কুলের পরিচালন কমিটির আপত্তিতে সভার অনুমতি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। ঘটনার পিছনে রাজনৈতিক অভিসন্ধি দেখছে গেরুয়া শিবির।

ফের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা ঘিরে নয়া বিতর্ক। চন্দ্রকোণার ঝাঁকড়ায় শুভেন্দু অধিকারীর সভার অনুমতি বাতিল করল চন্দ্রকোণা টাউন থানার পুলিশ। যদিও BJP-র পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাঁরা পুলিশের তরফে কোনও চিঠি এখনও পর্যন্ত হাতে পাননি।

DA News Today: শহিদ মিনারে সভামঞ্চের কাছে ডিএ আন্দোলনকারীদের উপর হামলার অভিযোগ
সোমবার দুপুরে চন্দ্রকোণার ঝাঁকড়া হাইস্কুলের মাঠে সভা করার কথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এদিকে জোর কদমে চলছে শেষ মুহূর্তে প্রস্তুতির কাজ। তবে এই সভার কয়েক ঘণ্টা আগেই চন্দ্রকোণা টাউন থানার একটি চিঠি প্রকাশ এসেছে। যা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।

চিঠিতে লেখা রয়েছে, স্কুলের প্রধান শিক্ষক স্কুলের মাঠে সভার অনুমতি দিলেও স্কুলের ম্যানেজিং কমিটি সেই অনুমতি বাতিল করেছে। আর সেই কারণেই শুভেন্দু অধিকারীর সভার পুলিশি অনুমতিও বাতিল করা হচ্ছে। ঘটনায় রাজনৈতিক চক্রান্ত দেখছে স্থানীয় BJP নেতৃত্ব।

Dilip Ghosh: রাহুলের মতো পরিণতি হবে মমতার, বেছে রাখুন পরবর্তী মুখ্যমন্ত্রী কে: দিলীপ
ঘাটাল জেলা BJP-র সাধারণ সম্পাদক সুদীপ কুসারি বলেন, “ঝাঁকরা মাঠেই শুভেন্দু অধিকারী সভা হবে। কারণ স্কুলের তরফ থেকে আমাদের প্রথমে অনুমতি দেওয়া হয়েছিল, সেই মতোই আমরা প্রশাসন কেউ বিষয়টি জানিয়েছিলাম। সবকিছু ঠিকঠাক থাকলেও, হঠাৎ করে যেই ঘটনা ঘটছে এটি পুরো রাজনৈতিক চক্রান্ত।”

বিষয়টি নিয়ে চূড়ান্ত সমালোচনা করেছেন BJP-র সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষও। তিনি বলেন, “আমাদের কর্মসূচিতে ওরা অনুমতি দেয় না। দেখছে হাজার হাজার লোক রাস্তায় নেমে পড়ছে। আর ওরা এত কিছু করেও লোক টানতে পারছে না। সেদিন খোকাবাবুর ধরনা মঞ্চে মেরেকেটে ৫০-১০০ লোক হয়েছে। ওরা চিত্র বুঝে গিয়েছেন। তাই ঘেঁটে দিতে চাইছেন।”

Purba Medinipur BJP : নন্দীগ্রামে জেলা সভাপতির অনুমোদন ছাড়াই BJP-র প্রার্থী তালিকা প্রকাশ? জল্পনা রাজনৈতিক মহলে
পালটা স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য, এর মধ্যে কোনও রাজনীতি নেই। কোথায় সভা হবে না হবে সেটা পুলিশ প্রশাসনের অনুমতি উপর নির্ভর করে। যে মাঠে সভা হওয়ার কথা, সেই স্কুলের মাঠটি স্কুলের পরিচালন কমিটি ব্যবহার করতে দিতে চাইছে না, এটা তাদের নিজস্ব সিদ্ধান্ত, এর সঙ্গে রাজনৈতিক কোনও বিষয় নেই বলে জানায় তৃণমূল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version