Bratya Basu : নিয়োগ দুর্নীতির অভিযোগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ একাধিক শিক্ষা বিভাগের আধিকারিক জেল হেফাজতে রয়েছেন। এর মাঝে রাজ্যের শিক্ষাক্ষেত্রে নিয়োগ প্রসঙ্গে উত্তরপ্রদেশ, গুজরাটের সঙ্গে তুলনা টানলেন বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এ রাজ্যে তাও তো টেট পরীক্ষা হয়, বিজেপি শাসিত রাজ্যে তাও হয় না – অনেকটা এরকমই মত শিক্ষামন্ত্রীর।

Bratya Basu : ‘তাড়া দেবেন না, সব বেরিয়ে আসবে…’, বাম আমলে চাকরি নিয়ে হুঁশিয়ারি ব্রাত্যর
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কথায়, “চার চার বার গুজরাট সরকার টেট নিতে গিয়ে ফেল করেছে, পরীক্ষা নিতে পারেনি। উত্তর প্রদেশ এখনও টেট কীভাবে নেবে বুঝে উঠতে পারেনি।” রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতির হাজারো অভিযোগের আবহেও বিজেপি পরিচালিত দুই রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলে নিজেদের সাফল্যের খতিয়ান তুলে ধরলেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। তাঁর কথায়, এত কিছুর পরেও কিন্তু এরাজ্যে ২০২৩ সালেও অত্যন্ত দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে টেট পরীক্ষা হয়েছে।

Primary Teacher Recruitment : প্রাথমিক শিক্ষা পর্ষদের কর্মীকে তলব ED-র, নিয়োগকাণ্ডে ভূমিকা খতিয়ে দেখবে তদন্তকারী সংস্থা
বুধবার বাঁকুড়া রবীন্দ্র ভবনে ‘প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের রাজ্যস্তর অভিযোজন প্রশিক্ষণ শিবিরে’ যোগদান করেন তিনি। একই সঙ্গে ‘সামনেই টেটের চূড়ান্ত ফল প্রকাশ হচ্ছে’ বলে জানিয়ে দেন তিনি। রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের আধিকারিকদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রীর উপদেশ, “চাপ, প্রতিকূলতা, মিডিয়া ট্রায়াল ও বিরোধীদের ট্রায়ালের মধ্যেও এতদিন যে কাজটা করে এলেন, বাকিটাও ঠাণ্ডা মাথায় যেন করেন।”

SSC Recruitment Scam: বিধায়ক তাপস সাহাকে কেন জিজ্ঞাসাবাদ বা গ্রেফতারি নয়, রাজ্যের কাছে হলফনামা চাইল হাইকোর্ট
বর্তমান রাজ্য সরকার চাকরিপ্রার্থীদের পাশাপাশি শিক্ষকদের জন্যেও একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন বলেও জানান তিনি। শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু এদিন বলেন, “ক্ষমতায় আসার পর গত ১২-১৩ বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র শিক্ষকদের জন্য যা করেছেন তার ‘ফর্দ’ তৈরি করলে লম্বায় বাঁকুড়া রবীন্দ্র ভবনের শুরু থেকে শেষ পর্যন্ত লাগবে।” যদিও, গত কয়েক মাস ধরে শিক্ষা বিভাগের একাংশ মহার্ঘ্য ভাতার দাবিতে অনশন শুরু করেছে।

Recruitment Scam : প্রাথমিকের ৪৩ হাজার শিক্ষকেরই চাকরি প্রশ্নে
তবে শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুর বক্তব্যের চূড়ান্ত বিরোধিতা করে গেরুয়া শিবির। বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা কথায় পঞ্চায়েত ভোটের আগে শিক্ষামন্ত্রী ‘ক্যাপ্টেনের শেখানো বুলি আওড়াচ্ছেন’ মানুষকে বিভ্রান্ত করার জন্য।

Justice Abhijit Ganguly : ‘মানিক ভট্টাচার্যের ফেলে যাওয়া জুতোয় পা গলাবেন না’, পর্ষদ সভাপতিকে ‘পরামর্শ’ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
একাধিক বিষয়ে বিজেপি শাসিত রাজ্য পশ্চিমবঙ্গের তুলনায় অনেকটাই এগিয়ে বলে মন্তব্য করেন বিজেপি বিধায়ক। তাঁর কথায়, “গুজরাট-উত্তর প্রদেশে দশ দিন রাত্রীবাস করে আসুন। প্রশাসনিক, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের ব্যবস্থা দেখে আসুন। এখানকার শিক্ষা দফতর যখন পুরোটাই জেলে। এ রাজ্যের শিক্ষিত বেকার যুবকরা উত্তর প্রদেশ-গুজরাটে চলে যাচ্ছে। এখন রাজ্য সরকারী কর্মচারীরাই এই সরকারের পতন চাইছে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version