Dakshin 24 Parganas : ঘূর্ণিঝড় ইয়াস কেড়ে নিয়েছিল স্কুল বাড়ি। সুন্দরবন এলাকার অন্তর্গত প্রত্যন্ত দ্বীপের একমাত্র বাচ্চাদের স্কুল চলে গিয়েছিল নদীর গর্ভে। দু’বছরের মধ্যেই নতুন স্কুল বাড়ি নির্মাণের শিলান্যাস করল সুন্দরবন উন্নয়ন মন্ত্রক। নিজেদের শিক্ষাঙ্গন ফিরে পেয়ে মুখে হাসি ফুটল কচিকাঁচাদেরও।

Sundarban Honey : সুন্দরবনের মৌলেদের ‘লক্ষ্মীলাভ’! গভীর জঙ্গলের মধু সংগ্রহ করলেই মিলবে বাড়তি টাকা
২০২১ সালের সেই বিধ্বংসী বিপর্যয় তছনছ হয়ে গিয়েছিল সুন্দরবনের বিচ্ছিন্ন দ্বীপ ঘোড়ামারা। আর সেখানেই ভাঙনের কবলে পড়েছিল খাসিমারা নিম্ন বুনিয়াদী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। যা এই বিচ্ছিন্ন দ্বীপের ছাত্র-ছাত্রীদের একমাত্র শিক্ষাক্ষেত্র। পড়াশোনা বন্ধ হওয়ার পথে যায় দ্বীপের বাসিন্দাদের ছেলেমেয়েদের।

Dakshin 24 Pargana: বছরে ভর্তি হয় মাত্র ২ জন! পড়ুয়ার অভাবে ধুঁকছে সুন্দরবনের স্কুল
জলের তোড়ে খাসিমারা নিম্ন বুনিয়াদী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় চলে গিয়েছিল নদী গর্ভে। স্থানীয় বাসিন্দারা বিষয়টি জানান স্থানীয় পঞ্চায়েতকে। নতুন করে স্কুল বাড়ি নির্মাণ করা যায় কিনা সে ব্যাপারে আর্জি জানানো হয়। তবে স্থানীয় পঞ্চায়েতের তরফে একক উদ্যোগে এই বিদ্যালয় গড়ে তোলা সম্ভব ছিল না। এরপরেই বিষয়টি নিয়ে যাওয়া হয় সুন্দরবন উন্নয়ন মন্ত্রকের দরবারে।

World Wildlife Day : ‘বন্যেরা বনে সুন্দর…’, ঝড়খালিতে সাড়ম্বরে পালিত হল বিশ্ব বন্যপ্রাণ দিবস
সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর উদ্যোগে ও ব্লক প্রশাসনের তৎপরতায় নতুন করে গড়ে তোলা হয় সেই স্কুল। বৃহস্পতিবার তার শুভ উদ্বোধন করেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। পাশাপাশি উপস্থিত ছিলেন সাগর ব্লক উন্নয়ন আধিকারিক সুদীপ্ত মণ্ডল, জেলা পরিষদের সদস্য মোহিতোষ দাস সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গরা। আবারও নতুন করে শুরু হচ্ছে স্কুল খুশি ছাত্র-ছাত্রীরা।

Sundarban : বেআইনি নির্মাণ ভাঙতে বলল পরিবেশ কোর্ট
সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা বলেন, “এই স্কুলটি যশের সময় নদী গর্ভে চলে গিয়েছিল। আমাদের জেলা প্রশাসন, জেলা শিক্ষা দফতরের তরফে এই স্কুল বাড়ি নির্মাণের জন্য শিলান্যাস অনুষ্ঠান করা হল। খুব শীঘ্রই এই স্কুল বাড়ি নির্মাণ করে দেওয়া হবে।” জেলা প্রশাসন সূত্রে খবর, স্থানীয় পঞ্চায়েত সরকারি খাস জমি দিয়েছে এই স্কুল বিল্ডিং নির্মাণ করার জন্য। এখনও পর্যন্ত মোট ৪২ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। ইতিমধ্যে কাজের বরাত দিয়ে দেওয়া হয়েছে। খুব শীঘ্রই স্কুল বিল্ডিং নির্মাণ করা হবে বলেই জানানো হয়েছে।

স্কুল বাড়ি নির্মাণের সিদ্ধান্তে খুশি হয়েছে স্থানীয় বাসিন্দারাও। এক বাসিন্দা বলেন, “সরকারের তরফে ভালো উদ্যোগ করা হয়েছে। এখনকার বাচ্চা ছেলেমেয়েগুলোর কথা যে ভাবা হয়েছে, সেটা খুব আনন্দের।” স্কুল বাড়ি নির্মাণের কাজ দ্রুত শুরু হোক, সেটাই আর্জি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version