West Bengal News : গরমকালের কড়া রোদের দুপুরেও হাড়হিম হয়ে গেল বাগনান স্টেশনে উপস্থিত মানুষদের। চলন্ত মালগাড়ির সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক মহিলা। সঙ্গে নিলেন তাঁর একরত্তি মেয়েকেও। ঘটনাস্থলে উপস্থিত লোকজন এই দৃশ্য দেখে রীতিমতো শিউরে ওঠেন।

মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে দক্ষিণ পূর্ব রেলের হাওড়া খড়্গপুর ডিভিশনে বাগনান ষ্টেশনের ৪ নং প্ল্যাটফর্মে। মৃতেরা হলেন রিঙ্কা মণ্ডল (৩২) ও রিমি মণ্ডল (৫)। তাঁদের বাড়ি বাগনান থানার নাউল এলাকায়। বাগনান GRP মৃতদেহ দুটি উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে পাঠিয়েছে।

Group D Candidates : সাঁকরাইলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে গ্রেফতার ১৩ চাকরিপ্রার্থী, রাতে মুক্তি
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুর ১ টা ১০ মিনিটে বাগনান স্টেশনের ৪ নং প্লাটফর্ম দিয়ে একটি মালগাড়ি যাওয়ার সময় আচমকাই রিঙ্কা মণ্ডল নিজের মেয়েকে নিয়ে মালগাড়ির সামনে ঝাঁপ দেন। ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় মেয়েকে প্রথমে বাগনান গ্রামীণ হাসপাতালে, পরে উলুবেড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

সূত্র মারফত জানা গিয়েছে, রিঙ্কা মন্ডল নাউল এলাকার একটি কিন্ডারগার্ডেন স্কুলের শিক্ষিকা। রিমি ওই স্কুলেই পড়ে। তাদের বাড়ির সঙ্গে একটি চায়ের দোকান আছে। যেটা রিঙ্কার স্বামী মিন্টু মণ্ডল চালান। জানা গিয়েছে, কিছু কেনাকাটার উদ্দেশ্যে রিঙ্কা মেয়েকে নিয়ে সকাল ১০ টা নাগাদ বাড়ি থেকে বের হন।

Purulia School : হস্টেল থেকে উদ্ধার একাদশ শ্রেণির ছাত্রীর ঝুলন্ত দেহ, চাঞ্চল্য পুরুলিয়ার স্কুলে
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, এদিন ঘন্টা খানেকের বেশি সময় ওই গৃহবধূ মেয়েকে নিয়ে বাগনান স্টেশনেই ছিলেন ও এদিক ওদিক ঘোরাঘুরি করছিলেন। পরে ৪ নং প্ল্যাটফর্মে মেয়েকে নিয়ে গিয়ে বসেন। ওই প্রত্যক্ষদর্শী বলেন, “ঠিক সেই সময় আপ লাইন দিয়ে একটি মালগাড়ি আসছিল। সেই মালগাড়ি যাওয়ার সময় আচমকা ওই গৃহবধূ মেয়েকে নিয়ে মালগাড়ির সামনে ঝাঁপিয়ে পড়েন।”

এদিকে, মৃত গৃহবধূর এক আত্মীয় জানান, “গুড ফ্রাইডের ছুটি থাকায় রিঙ্কারা মাংস খাওয়ার পরিকল্পনা করেছিল। সেইমত মিন্টু মাংস কিনে আনার পর রিঙ্কা মাংস বাড়িতে রেখে বেরিয়ে গিয়েছিল।” এদিকে দীর্ঘক্ষণ স্ত্রী বাড়ি না ফেরায় মিন্টু মণ্ডল স্ত্রীর ফোনে একাধিকবার যোগাযোগ করেও বিফল হওয়ায় তাঁর শ্বশুরবাড়িতে বিষয়টি জানান।

BSF : শীতলকুচি সীমান্তে নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধার! BSF-র মারে প্রাণ গিয়েছে, দাবি পরিবারের
পরে বাগনান GRP থেকে তাকে দুঃসংবাদ জানানো হয়। যদিও এই আত্মহত্যার পিছনে উঠে আসছে পারিবারিক কলহের তত্ত্ব। রিঙ্কার পাড়া সূত্রে জানা গিয়েছে, পারিবারিক কলহের কারণেই নিজের মেয়েকে নিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন রিঙ্কা। যদিও অসমর্থিত সূত্রে পাওয়া এই খবরের এখনও পর্যন্ত কোনও সত্যতা মেলেনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version