West Bengal News : স্বাস্থ্যকেন্দ্র হয়ে উঠেছে গোরুর বিচরণ ক্ষেত্র। ইতিউতি পড়ে রয়েছে ময়লা-আবর্জনা। কোনওমতে চলছে স্বাস্থ্যকেন্দ্রে রোগী দেখার কাজ। নিয়মিত দেখা মেলে না চিকিৎসকের। দক্ষিণ ২৪ পরগনা জেলার কাটামারি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। বিষয়টি মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং জেলা শাসককে জানানো হবে, আশ্বাস স্থানীয় বিধায়কের।

Paschim Medinipur News : রক্ষণাবেক্ষণের অভাবে বাম আমলে তৈরি সেতু ভেঙে পড়ল ডেবরায়, ক্ষুব্ধ বাসিন্দারা
দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলতুলি ব্লকের কাটামারি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বেহাল দশা দীর্ঘদিন ধরেই। স্বাস্থ্যকেন্দ্রের অব্যবস্থার জেরে সমস্যায় স্থানীয় বাসিন্দারা৷ প্রায় ২০ থেকে ২৫ কিমি দূরে ব্লক হাসপাতাল ভরসা তাঁদের৷ সে কারণে এই স্বাস্থ্য কেন্দ্রের উপর ভরসা করতে হয় তাঁদের। কিন্তু, তারপরেও স্বাস্থ্যকেন্দ্রের এহেন দশায় ক্ষুব্ধ স্থানীয় গ্রামবাসীরা।

Iftar Party : ইফতার পার্টির খাবার খেয়েই বিপত্তি! দক্ষিণ দিনাজপুরে অসুস্থ হয়ে হাসপাতালে ৩০
স্থানীয় বাসিন্দা কৃষ্ণ গিরি জানান, সবচেয়ে সমস্যায় পড়তে হয় প্রসূতিদের৷ এই হাসপাতালে ডেলিভারির ব্যবস্থা না থাকায় অনেক সময় রাস্তাতেই প্রসব করাতে হয় বলে জানিয়েছেন তিনি৷ স্থানীয় আরেক বাসিন্দা প্রতিমা কুইলা বলেন, “রাতের বেলায় বাড়ির কেউ অসুস্থ বোধ করলে তখন চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয়৷ হাসপাতালে এসে সবসময় চিকিৎসককে পাওয়া যায় না।” আরও ভালো চিকিৎসা পরিষেবার জন্য দাবি জানিয়েছেন গ্রামবাসীরা

Cooch Behar News : রাস্তার কাজ কে করবে? ঠিকাদারকে নিয়ে দড়ি টানাটানি অঞ্চল সভাপতি ও পঞ্চায়েত প্রধানের
স্থানীয় বাসিন্দাদের আরও অভিযোগ, এই স্বাস্থ্য কেন্দ্রটিতে পরীক্ষা-নিরীক্ষার কোনও ল্যাব নেই। ফলে শারীরিক কোনও সমস্যা হলে তা পরীক্ষার জন্য অন্যত্র যেতে হয় তাঁদের। এখানেই শেষ নয়, অভিযোগ হাসপাতালের কাছেই চিকিৎসকদের থাকার জন্য কোয়ার্টারের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু সেখানে থাকেন না কোনও চিকিৎসকই।

Dakshin 24 Pargana Accident : খেলার ছলে মাটির ঢিপিতে উঠতেই বিদ্যুৎস্পৃষ্ট শিশু! ইটভাটা মালিকের দিকে অভিযোগ
স্থানীয় বাসিন্দা রাধাগোবিন্দ দাস বলেন, “হাসপাতালে ডাক্তারদের জন্য কোয়ার্টার থাকলেও সেখানে কেউই থাকে না৷” সুন্দরবনের এই স্বাস্থ্যকেন্দ্রের সর্বক্ষণের জন্য চিকিৎসক থাকার দাবি জানান তিনি৷

Dakshin 24 Pargana : নদীর জলে ভেসে এল বিশাল এক কুমির! আতঙ্ক রায়দিঘিতে
সমস্যার কথা মেনে নিয়েছেন দক্ষিন ২৪ পরগনা জেলার মুখ্যস্বাস্থ্য আধিকারিক মুক্তিসাধন মাইতি ৷ তিনি বলেন, “অনেক সময়ই চিকিৎসকরা ট্রেনিংয়ে যান। যার ফলে সমস্যায় পড়তে হয়।” তবে আউটডোর নিয়মিত খোলা রাখা হয় বলে জানিয়েছেন তিনি ৷

Uttar 24 Pargana : গাড়ি ধোয়াকে ঘিরে কথা কাটাকাটি থেকে বচসা, দু’পক্ষের হাতাহাতিতে আহত ৪
তবে বিষয়টি নিয়ে চিন্তিত স্থানীয় বিধায়ক। কুলতুলি বিধানসভা কেন্দ্রের বিধায়ক গনেশ চন্দ্র জানান, তাঁরা এলাকার স্বাস্থ্যকেন্দ্রগুলির উন্নতির ব্যাপারে জেলাশাসক ও মুখ্যস্বাস্থ্য আধিকারিকের কাছে চিঠি দিয়েছেন৷ বেড চালুর ব্যাপারে আবেদন জানানো হয়েছে৷ সর্বক্ষণের জন্য যাতে চিকিৎসক দেওয়া হয় তারও আবেদন জানানো হয়েছে বলে জানান তিনি। কিন্তু কবে হবে সমাধা, অপেক্ষায় কুলতলিবাসী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version