নিয়োগ দুর্নীতি মামলায় সরগরম রাজ্য রাজনীতি। কেন্দ্রীয় দুই এজেন্সি ED এবং CBI ইতিমধ্যেই তদন্ত চালাচ্ছে। গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ বেশ কয়েকজন। এদিকে এবার চাকরি দেওয়ার নাম করে লাখ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হলেন পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির এক শিক্ষক।

শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে কাঁথি থানার পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে। জানা গিয়েছে তাঁর নাম দীপক জানা। ভূপতিনগর থানার মূলদা গ্রাম তাঁর বাড়ি হলেও এই শিক্ষক দীর্ঘদিন ধরে কাঁথি শহরে ১৭ নং ওয়ার্ডে করকুলি এলাকায় নিজের শ্বশুরবাড়িতে থাকতেন।

Recruitment Scam : নিয়োগ দুর্নীতি মামলায় বড় মোড়, CID-র হাতে গ্রেফতার তৃণমূল নেতা-প্রাক্তন ডিআই
অভিযুক্তকে রবিবার কাঁথি আদালতে পেশ করা হবে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনায় নয়া কোনও তথ্য উঠে আসতে পারে বলে মনে করছে পুলিশ। আর সেই কারণে দীপককে হেফাজতে নেওয়ার আবেদন জানাবেন তদন্তকারীরা।

ঠিক কী অভিযোগ ওই শিক্ষকের বিরুদ্ধে?
শুধু একজন নয়, চাকরি দেওয়ার নাম করে একাধিক ব্যক্তির থেকে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে দীপকের বিরুদ্ধে। আর এই ঘটনার অভিযোগ পেয়ে রীতিমতো নড়ে চড়ে বসে কাঁথি থানার তদন্তকারী থেকে জেলা পুলিশের আধিকারিকেরা।

Haldia News : জেল পালানোয় হ্যাটট্রিক! ‘প্রিজন ব্রেক’-এর খলনায়ক কাঁথির কর্ণকে চিনে নিন
জানা গিয়েছে, দীপক জানা কাঁথি দেশপ্রাণ ব্লকের বিচুনিয়া জগন্নাথ মন্দির বিদ্যাপীঠে ইংরেজির শিক্ষক ছিলেন। দীর্ঘ কয়েক বছর ধরে স্ত্রী ও পরিবারের সদস্যদের নিয়ে কাঁথিতে শ্বশুরবাড়িতে থাকতেন তিনি। স্থানীয়দের দাবি, দীপক পেশায় শিক্ষক হলেও এলাকায় ‘প্রভাবশালী’ হিসেবেই পরিচিত ছিলেন তিনি।

শুধু পূর্ব মেদিনীপুর নয়, চাকরি দেওয়ার নাম করে অন্যান্য জেলার প্রার্থীদেরও প্রতারিত করেছেন এই শিক্ষক, অভিযোগ এমনটাই। মার্চ মাসে শেষ সপ্তাহে ও এপ্রিল মাসে প্রথম সপ্তাহে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা বাসিন্দা অঞ্জলি গুচ্ছাইত ও কাঁথি কিশোরনগরের বাসিন্দা চিরঞ্জিত দাস কাঁথি থানায় তাঁর নামে লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁদের অভিযোগ, চাকরি দেওয়ার নাম করে তাঁদের থেকে লাখ লাখ টাকা নিয়েছেন দীপক ।

Recruitment Scam : চাকরির প্রতারণায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের
অভিযোগ পেয়ে নড়ে চড়ে বসে কাঁথি থানার পুলিশ। শনিবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযুক্ত শিক্ষক দীপক জানা শ্বশুরবাড়িতে যান তদন্তকারীরা। সেখান থেকেই পুলিশ তাঁকে গ্রেফতার করে।

Fake Flight Ticket : আসল না নকল ধরতে পারবেন না! নরেন্দ্রপুরে ভুয়ো বিমান টিকিটের রমরমা কারবারে বাড়ছে উদ্বেগ
কাঁথি থানার এক পুলিশ আধিকারিক বলেন, “এখনও পর্যন্ত ওই শিক্ষকের বিরুদ্ধে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে তিন জন চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ তুলেছে। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে আপাতত এর বেশি তথ্য় দিতে রাজি হননি পুলিশকর্মীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version