West Bengal Local News: চৈত্রের শেষে আগুন ঝরাচ্ছে গরম। তীব্র দাবদাহে পুড়ছে গোটা বাংলা। কলকাতার তাপমাত্র ৪০ ডিগ্রি ছুঁইছুঁই। গরমের নিরিখে বাঁকুড়াকে হারিয়ে রেকর্ড করেছে বর্ধমান। আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্র ও শনিবার কলকাতাতে তাপপ্রবাহের সম্ভাবনা তৈরি হয়েছে। তাপপ্রবাহের পাশাপাশি বইতে পারে লু।

চাঁদিফাটা রোদে গলদঘর্ম অবস্থা। তার মধ্যেই আবহওয়া দফতরের তরফে গরম নিয়ে যে খবর পাওয়া যাচ্ছে, তা মোটেও বঙ্গবাসীর মুখে হাসি ফোটাবে না। আলিপুরের হাওয়া অফিস জানিয়েছে, বুধবার পশ্চিমাঞ্চল সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

Summer Temperature : আরও বাড়বে গরম, শনিবার পর্যন্ত রাজ্যে অমিল স্বস্তির বৃষ্টি
আলিপুর আবহাওয়া দফতর (IMD Kolkata) সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়বে। মঙ্গলবারই বর্ধমানের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছিল। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানা গিয়েছে, আগামী কয়েকদিন ২-৩ ডিগ্রি তাপমাত্রা বাড়বে।

আবহাওয়া দফতর জানিয়েছ, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, মালদা ও দক্ষিণ দিনাজপুরের মতো জেলাগুলিতে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতর আরও জানিয়েছে, গরমের পাশাপাশি আরও একটি অস্বাভাবিক বিষয় রয়েছে, তা হল বৃষ্টিপাতের অভাব। ১ এপ্রিল কলকাতায় শেষ বৃষ্টিপাত হয়েছিল। আবহাওয়া দফতর জানিয়েছেন, আগামী কয়েকদিনও রাজ্যে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। এতদিন ধরে স্বাভাবিকে উপরে তাপমাত্রা, তার পাশাপাশি শুকনো গরম অস্বাভাবিক বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

Hottest April : চৈত্রের বঙ্গে পারদ ৪০ ছুঁইছুঁই, উষ্ণতম এপ্রিলে গলদঘর্ম রাজ্যবাসী
অন্যদিকে তাপপ্রবাহ থেকে সতর্ক থাকতে বেশ কিছু পরমার্শ দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। রোদে বাইরে বেরনোর সময় ছাতা, ঠান্ডা জলের বোতল সঙ্গে রাখে বলা হয়েছে। এর পাশাপাশি সুতির ঢিলে-ঢালা পোশাক পরে বাইরে বের হওয়ার পরামর্শ দিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর।

স্বাস্থ্য দফতরের তরফে বেশ কিছু জিনিস এড়িয়ে যেতে বলা হয়েছে। চড়া রোদে দীর্ঘক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এর পাশাপাশি এই সময় অতিরিক্ত চা-কফি ও মদ্যপান এড়িয়ে যেতে বলা হয়েছে। স্বাস্থ্য দফতর জানিয়েছে, গরমে এই ধরনের পানীয় পান করলে দেহে জলশূন্যতা তৈরি হয়।

West Bengal Weather Update : চরম গরমে নাভিশ্বাস, স্বস্তির বৃষ্টি কবে?
তীব্র গরম প্রসঙ্গে অফিস যাত্রী অরিন্দম পাল বলেন, “এখনই যা গরম, তাতে বাইরে বেরিয়ে কাজকর্মে যাওয়া মুশকিল হয়ে পড়ছে। সেখানে যদি তাপমাত্রা আরও বাড়তে তবে কী করব জানি। অন্যান্যবারে তুলনায় গরম এবার অনেকটাই বেশি পড়বে বলে মনে হচ্ছে। এই গরমে বয়স্ক ও বাচ্চাদের খুবই সমস্যা হবে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version