এই সময়: নিয়োগ দুর্নীতির মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সচিব রত্না চক্রবর্তী বাগচীকে জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবার তাঁকে নোটিস পাঠিয়ে সল্টলেকের সিজিও কমপ্লেক্সের ইডি-অফিসে ২৪ ঘণ্টার মধ্যে হাজিরা দিতে বলা হয়। মঙ্গলবার সকালেই হাজির হয়ে যান ২০১১ থেকে ২০২২ পর্যন্ত পর্ষদের সচিব পদে থাকা রত্না।

Recruitment Scam: নিয়োগ দুর্নীতিতে জড়িত খোদ শিক্ষক, কুন্তলের এজেন্টের তালিকায় দিনাজপুরের সমাজকর্মীরও নাম!
প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের বিষয়ে আরও তথ্য পেতে রত্নাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে ইডি সূত্রের খবর। বেআইনি নিয়োগের ক্ষেত্রে মানিকের নির্দেশে তিনি কোনও কাজ করেছেন কি না, তা-ও জানতে চাওয়া হয় পর্ষদের প্রাক্তন সচিবের কাছ থেকে। এর আগে রত্নাকে সিবিআই জিজ্ঞাসাবাদ করলেও তিনি এই প্রথম ইডি-র মুখোমুখি হলেন।

Recruitment Scam : লেনদেনে জোট পার্থ-কাউন্সিলরের, দাবি ইডি-র
সূত্রের খবর, আদালতে এবং ইডি-র জেরায় মানিক দাবি করেছিলেন, নিয়োগ প্রক্রিয়ায় তাঁর কোনও ভূমিকা ছিল না, বিষয়টি দেখতেন পর্ষদের আধিকারিক ও অ্যাডহক কমিটির সদস্যরা। কেন্দ্রীয় তদন্তকারীদের একাংশ জানাচ্ছেন, গ্রেপ্তারির পর মানিক পরোক্ষে নিয়োগ দুর্নীতির দায় পর্ষদের তৎকালীন আধিকারিকদের উপরেই চাপিয়েছেন।

Ayan Seal : অয়নের ছেলের সঙ্গে যৌথ ব্যবসা সরকারি আধিকারিকের মেয়ের! আদালতে বিস্ফোরক ED
সেই সময়েই সচিব পদে ছিলেন রত্না। এ দিন মানিকের বিষয়ে ইডি-কে তিনি কী জানিয়েছেন, তা নিয়ে প্রকাশ্যে রত্না কোনও মন্তব্য করেননি। যদিও ইডি সূত্রে জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদের সময়ে রত্না দাবি করেছেন, তিনি নিজে দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না।

Recruitment Scam : উড়ান সংস্থা থেকে দুর্নীতির উড়ানে কুন্তল
এক সময়ে রত্নাকে প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব পদ থেকে সরিয়ে দেওয়ার পর ফের তাঁকে ওই পদে ফিরিয়ে আনা নিয়ে কম বিতর্ক হয়নি। শিক্ষা দপ্তর সূত্রের খবর, এক কর্তার নির্দেশে রত্নাকে বছর খানেক চাপের মুখে কাজ করতে হয়েছিল। বেআইনি কোনও কাজে জড়িত হতে রাজি না-হওয়াতেই তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া হয় বলে সেই সময়ে চর্চা শুরু হয়েছিল শিক্ষা দপ্তরে। নিয়োগ দুর্নীতির সঙ্গে ওই গোটা বিষয়টার কোনও যোগ ছিল কি না, তা নিয়েও ইডি খোঁজ নিচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version