West Bengal News : চৈত্রের শেষে তীব্র দাবদাহে প্রাণ ওষ্ঠাগত পুরুলিয়া জেলাবাসীর। তাপমাত্রার পারদ ঘোরাফেরা করছে ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। কখনও কখনও ছুঁয়ে ফেলছে ৪১ ডিগ্রির পারদও। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে রোদের তেজ। জরুরী প্রয়োজন ছাড়া বাইরে খুব একটা কেউ বেরোচ্ছেন না। পুরুলিয়া শহরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে রাস্তা ঘাট ফাঁকা হয়ে যাচ্ছে। তাপপ্রবাহের জেরে দেদার বিক্রি হচ্ছে ঠাণ্ডা পানীয়। পুরুলিয়া জেলার জেলাশাসক রজত নন্দা জানিয়েছেন, “তাপপ্রবাহের জন্য যে কোনোরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা প্রশাসন তৎপর রয়েছে।

Bankura Weather: তাপমাত্রা ৪০ ছুঁই ছুঁই, লাল মাটির জেলা বাঁকুড়া তাপপ্রবাহের সতর্কতা জারি
তবে অন্যান্য জায়গার তুলনায় পুরুলিয়া জেলায় বরাবরই তাপমাত্রার পারদ তুঙ্গে থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি”। শুরু থেকেই যেন হাঁকিয়ে ব্যাট চালাচ্ছেন সূর্য মামা। ডাক্তাররাও পরামর্শ দিচ্ছেন বেশি করে ফল ও জল পান করতে। অকারণে বাড়ির বাইরে যেতে নিষেধ করা হচ্ছে। পুরুলিয়া শহরের ও বাসস্ট্যান্ডের দোকানগুলিতে দেদার বিক্রি হচ্ছে তরমুজ, আখের রস।

West Bengal Weather Update : চরম গরমে নাভিশ্বাস, স্বস্তির বৃষ্টি কবে?
এদিন পুরুলিয়া শহরের কাজে আসা গয়ারাম পাণ্ডে বলেন, “অত্যাধিক রোদের তেজ তাই জেলা সদরে তাড়াতাড়ি কাজ সেরে বাড়ি ফিরতে চাই বলেই সকাল সকাল বাড়ি থেকে বেড়িয়েছি”। এই বলেই হনহনিয়ে গাড়ি ধরার জন্য পা বাড়ান তিনি। পুরুলিয়া সদর হাসপাতালের চিকিৎসক নয়ন মুখোপাধ্যায় বলেন, “জরুরী দরকার ছাড়া বাইরে না বেরোনোই ভালো।

Summer Temperature : আরও বাড়বে গরম, শনিবার পর্যন্ত রাজ্যে অমিল স্বস্তির বৃষ্টি
বেশি করে জল খান, ORS সঙ্গে রাখতে পারেন। মাঝে মধ্যে মুখে চোখে জল নিন, দরকারে রোদ চশমা , সুতির কাপড় ব্যবহার করুন”। দুই তিন দিন আগে সর্বোচ্চ তাপমাত্রা পারদ ৩৫ বা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছিল। আচমকা তা প্রায় ৩ থেকে ৪ ডিগ্রি বেড়ে যাওয়ায় কার্যত অসহনীয় হয়ে উঠেছে আবহাওয়া।

Heat Wave in West Bengal : ৪০ ডিগ্রি পার করবে কলকাতার তাপমাত্রা! আগামী ৪ দিন বাংলায় তাপপ্রবাহের সতর্কতা
সূত্র মারফত জানা গিয়েছে, পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে গরম ও শুকনো হাওয়া ঢোকার কারণে তাপমাত্রা আচমকা বেড়ে গিয়েছে। গত শুক্রবার থেকে যে ভাবে প্রতিদিন পাল্লা দিয়ে পারদ চড়ছে, তাতে আগামী ১৫ই এপ্রিল পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা ৪ ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

Weather Forecast : ৭ বছরে উষ্ণতম এপ্রিল, আরও গরম পড়ার সম্ভাবনা
সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে ৪৪ ডিগ্রিতে। আর এতেই প্রমাদ গুনতে শুরু করেছেন জেলার মানুষ। পুরুলিয়া সহ তিনটি জেলায় ব্যাপক আকারে তাপপ্রবাহের সর্তকতা রয়েছে আবহাওয়া দফতরের। রবিবার পর্যন্ত বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। এই সময় কার্যত রোদে পুড়বে দক্ষিণবঙ্গ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version