সিউড়ির গনগনে তপ্ত রোদে অমিত শাহের ভাষণ নাতিদীর্ঘ হলেও তাতে ঝাঁঝ কম পড়ল না। এদিনের সভার শুরুতেই লোকসভার টার্গেট বেঁধে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন,” অনুপ্রবেশ থেকে সন্ত্রাস সমস্ত কিছুর একটাই সমাধান, ডবল ইঞ্জিন সরকার। দিদি-ভাইপোর দুর্নীতি বন্ধ করতে একটাই সমাধান ভারতীয় জনতা পার্টি। দেখুন অসমকে। বিজেপি সরকার আসতেই বন্ধ অনুপ্রবেশ থেকে গোরু পাচার।”
এরপরই তিনি বলেন, ”২০২৪-এর ভোটে আপনারা আমাকে ৩৫ আসন দিন। তাহলে আর ২০২৫-এর দরকার পড়বে না, তার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় টা রারা রা ফুস হয়ে যাবেন।”
অনুব্রত গড় থেকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে উৎখাতের ডাক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। অমিত শাহের মতে, ”একবার বাংলায় পদ্মফুল ফোটান আপনারা। বিজেপি সরকারের এলে আর কোনও সন্ত্রাস হবে না। রামনবমীতে আর কোনও অশান্তি হবে না। বন্ধ হয়ে যাবে গোরু পাচার। বাংলায় যেরকম দুর্নীতি চলছে, তাতে এই সরকারের অবিলম্বে উৎখাত করা দরকার। ”
আরও তথ্যের জন্য রিফ্রেশ করুন…