বাইরে তাপমাত্রা ছাড়িয়েছে ৪০-এর কোটা। হাওয়ায় যেন আগুন ঝরছে। সেই গরমের হলকা অনুভূত হল অমিত শাহের সভাতেই। মঞ্চে উঠেই প্রথমেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ”ওঁকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানাতে হবে তো, তাহলে মোদীজিকে সমর্থন করুন।”নববর্ষের শুভেচ্ছা জানানোর সঙ্গে সঙ্গেই টেনে আনলেন বগটুইয়ের ঘটনা। বালুরঘাটে দলিত মহিলাদের দণ্ডি কাটানোর ঘটনা নিয়েও তৃণমূল সরকারকে কটাক্ষ করে শাহ বলে, ”প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আদিবাসীদের মাথায় করে রাখেন। তাঁর আমলেই ভারত প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি পেয়েছে। তিনি হলেন, দৌপদী মুর্মু।”

Suvendu Adikari: ‘মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করা শুভেন্দুর একার দ্বারা হবে না…’, জনতার সমর্থন আবেদন বিরোধী নেতার

সিউড়ির গনগনে তপ্ত রোদে অমিত শাহের ভাষণ নাতিদীর্ঘ হলেও তাতে ঝাঁঝ কম পড়ল না। এদিনের সভার শুরুতেই লোকসভার টার্গেট বেঁধে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন,” অনুপ্রবেশ থেকে সন্ত্রাস সমস্ত কিছুর একটাই সমাধান, ডবল ইঞ্জিন সরকার। দিদি-ভাইপোর দুর্নীতি বন্ধ করতে একটাই সমাধান ভারতীয় জনতা পার্টি। দেখুন অসমকে। বিজেপি সরকার আসতেই বন্ধ অনুপ্রবেশ থেকে গোরু পাচার।”
এরপরই তিনি বলেন, ”২০২৪-এর ভোটে আপনারা আমাকে ৩৫ আসন দিন। তাহলে আর ২০২৫-এর দরকার পড়বে না, তার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় টা রারা রা ফুস হয়ে যাবেন।”

Amit Shah : শাহর পালটা সিউড়িতে জনসভা করবে তৃণমূল

অনুব্রত গড় থেকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে উৎখাতের ডাক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। অমিত শাহের মতে, ”একবার বাংলায় পদ্মফুল ফোটান আপনারা। বিজেপি সরকারের এলে আর কোনও সন্ত্রাস হবে না। রামনবমীতে আর কোনও অশান্তি হবে না। বন্ধ হয়ে যাবে গোরু পাচার। বাংলায় যেরকম দুর্নীতি চলছে, তাতে এই সরকারের অবিলম্বে উৎখাত করা দরকার। ”

Suvendu Adhikari : ‘আপনাদের অবস্থাও অনুব্রতর মতো হবে…’, সিউড়ির সভায় হুঁশিয়ারি শুভেন্দুর

আরও তথ্যের জন্য রিফ্রেশ করুন…



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version