দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু দিন আগে ফিরহাদ হাকিমের সঙ্গে মলয় ঘটক ও নরেন্দ্রনাথ চক্রর্তীকে বীরভূম জেলার কাজ দেখার নির্দেশ দিয়েছেন। বিজেপি সূত্রের খবর, আজ অন্ডাল বিমানবন্দরে নেমে সিউড়ি সার্কিট হাউসে পৌঁছবেন অমিত শাহ। সিউড়ির বেণীমাধব স্কুলের মাঠে দুপুরে জনসভা করে সন্ধ্যায় কলকাতায় আসবেন তিনি।
শুক্রবার রাতে রাজারহাটের একটি হোটেলে বঙ্গ-বিজেপি নেতৃত্বর সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক করবেন। শনিবার, পয়লা বৈশাখের সকালে রাজ্যের কয়েক জন বিশিষ্টর সঙ্গে সাক্ষাৎ করে অমিত শাহ দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে যাবেন। বঙ্গ-বিজেপি নেতৃত্ব চাইছেন, পঞ্চায়েত ভোটের আগে ‘দুর্নীতি’ নিয়ে অমিত শাহ চড়া সুরে আক্রমণ করুন তৃণমূল নেতৃত্বকে।
সেই জন্যই অনুব্রতর জেলা বীরভূমকে শাহর সভার জন্য বেছে নেওয়া হয়েছে। সুকান্ত মজুমদার-সহ বঙ্গ বিজেপি নেতৃত্ব চাইছেন, দলের নিচু তলার কর্মীদের চাঙা করতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এই বার্তা দিন যে, দুর্নীতি দমনে কেন্দ্রীয় সরকার আরও তৎপর হচ্ছে। তবে অমিত শাহর সফরের ২৪ ঘণ্টা আগেই তাঁকে নিশানা করে তৃণমূল প্রশ্নবাণ ছুড়তে শুরু করেছে।
রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক ও সাংসদ মহুয়া মৈত্র বৃহস্পতিবার তৃণমূল ভবনে যৌথ সাংবাদিক বৈঠক করে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে পাঁচটি বিষয়ে প্রশ্ন করেন। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রতি ইঙ্গিত করে পার্থ ভৌমিক বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, দুর্নীতিগ্রস্ত লোকদের বিজেপিতে জায়গা নেই, তা হলে সারদা-নারদ কেলেঙ্কারিতে অভিযুক্তরা কী ভাবে বিজেপিতে রয়েছে?
কেন বিরোধী দলনেতাকে জিজ্ঞাসাবাদ করা হয় না?’ অমিত শাহর উদ্দেশে পার্থ ও মহুয়ার প্রশ্ন, নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রসন্ন রায়ের বাড়িতে বিজেপি নেতা দিলীপ ঘোষের বাড়ির দলিল পাওয়া গেলেও মেদিনীপুরের সাংসদকে কেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জিজ্ঞাসাবাদ করেনি? একশো দিনের কাজের টাকা, আবাস যোজনা ও গ্রামসড়ক যোজনার টাকা কেন কেন্দ্রীয় সরকার দিচ্ছেন না, সেই প্রশ্নও তোলা হয়।
শক্তিগড়ে রাজেশ ঝা-র খুনের ঘটনা নিয়েও অমিত শাহর উদ্দেশে পার্থ ভৌমিকের প্রশ্ন, ‘কেন্দ্রীয় কয়লামন্ত্রীকে এক জন কয়লা মাফিয়ার সঙ্গে দেখা গিয়েছে। এক জন মাফিয়ার সঙ্গে মন্ত্রীর কী সম্পর্ক, সেটা আমরা অমিত শাহর কাছে জানতে চাই।’ রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যের বক্তব্য, ‘অর্জুন সিং ওই খুনের ঘটনা নিয়ে কী বলেছেন, সেটা পার্থ ভৌমিক জানেন? লতিফের উধাও হয়ে যাওয়া নিয়ে অর্জুন সিং কী বলেছেন, তা উনি শুনেছেন? তৃণমূল নেতৃত্ব আগে কী বলবেন, সেটা নিজেরা ঠিক করুন, তার পর আমরা উত্তর দেবো।’