West Bengal News : সংক্রান্তির রাতে চড়ক মেলায় গাছ ভেঙে পড়ে হঠাৎ বিপত্তি দেখা দিল। তার জেরে আহত হলেন ২ জন। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের মধ্য বোরাগাড়ি কুমোর পাড়া এলাকায়। গতকাল শুক্রবার রাতে চলতে থাকা চড়ক মেলার গাছ থেকে ভেঙে পড়ে গাছের গুড়ি। মেলা শুরু হওয়ার প্রায় ঘন্টাখানেকের মধ্যে চড়ক ঘোরানো শুরু হয়।

Chaitra Sankranti 2023: চৈত্র সংক্রান্তিতে গ্রামবাংলা মেতে উঠেছে চড়ক পুজো ও গাজনের মেলায়, জানুন এর ইতিহাস
প্রথম এক ঘোরানোর পরই গাছের গুড়ি ছিটকে পড়ে। চড়ক গাছে বড়শি লাগানো ব্যক্তিসহ গুড়ি ছিটকে মাটিতে পড়ার সময় মেলা দেখতে আসা বেশ কয়েকজন আহত হন। যার মধ্যে একজন শিশু রয়েছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছয় ধূপগুড়ি থানার পুলিশ। আহতদের কমিটির লোকজন এবং স্থানীয়রা উদ্ধার করে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে আসেন। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা বিপুল রায় জানান, “আচমকা গাছ ভেঙে পড়ে সবার মাঝে।

Selfie Accident : সেলফি তুলতে গিয়ে বিপত্তি! মেলায় নাগরদোলা থেকে পড়ে আহত যুবতী
প্রথম একবার ঘোরার সঙ্গে সঙ্গে ছিটকে পড়ে গাছের গুড়ি। বড়শি লাগানো ব্যক্তিও ছিটকে পড়েন। একজন শিশু সহ বেশ কয়েকজন আহত হয়”। বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান প্রতাপ মজুমদার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছন। এই বিষয়ে তিনি জানান, “দূরদূরান্তের বহু মানুষ মেলা দেখতে এখানে ভিড় জমান প্রতি বছর।

Gajan Utsav : ৩০০ বছরের পুরনো শিবলিঙ্গকে ঘিরেই মেতে ওঠেন গ্রামবাসীরা, গাজন উৎসবে মেতে নদিয়া
বহু বছর থেকে এই চড়ক আয়োজিত হয়ে আসছে। কি কারনে এই ধরনের ঘটনা ঘটল তা স্পষ্ট নয়। এদিনের ঘটনার খবর দেওয়া হয়েছে পুলিশকে, তাঁরা ঘটনাস্থলে পৌছে তদন্ত শুরু করেছেন”। স্থানীয় সূত্রে খবর, আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের প্রাথমিক চিকিৎসার পর অবস্থা স্থিতিশীল রয়েছে।

Jalpaiguri News : দশ বছরেও টনক নড়েনি প্রশাসনের! বেহাল রাস্তার কারণে ভোট বয়কটের ডাক জলপাইগুড়িতে
এই সংক্রান্তির দিন উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সঙ্গে জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্তে এই চড়ক আয়োজিত হয়ে থাকে। প্রথা এবং নিয়মরীতি মেনে এই পুজোর বিভিন্ন ভাগ রয়েছে। যার মূল আয়োজন এই চড়ক। আর এই ঘটনা সংশয় তৈরি করেছে আয়োজকদের মধ্যে। যদিও একাংশের মতে, এটি নিছকই এক দুর্ঘটনা।

ভবিষ্যৎ-এও যে এরকম কিছু ঘটবে, তার কোনও কারণ নেই। চৈত্র সংক্রান্তির দিন চড়ক পুজো হয়। বহু জায়গায় এই দিনে মেলা বসে এবং কয়েক দিন ধরে চলতে থাকে এই মেলা। শিবের গাজন হয় এই মেলায়। পাশাপাশি চড়কের দিনে শরীরে বাণবিদ্ধ করে ঝোলেন সন্ন্যাসীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version