West Bengal News : সড়কপথের পর এবার রেল পথে গাঁজা পাচার রুখল রেল পুলিশ। ২২৬৪১ নং ত্রিবান্দ্রম এক্সপ্রেস, দুজন যুবক ও দুজন যুবতী এই চারজন মিলে কলকাতার উদ্দেশ্যে ওই গাড়ি করে আসেন। সাঁতরাগাছি স্টেশনে নামেন। সাঁতরাগাছি GRP চার এবং পাঁচ নম্বর প্লাটফর্মে ওই চার জনকে জিজ্ঞাসাবাদ শুরু করলে কথায় অসঙ্গতি মেলায় তাদের আটক করে তল্লাশি চালানো হয়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় গাঁজা। যার পরিমাণ প্রায় ৫৫ কেজি । ধৃত চারজনকে এরপর গ্রেফতার করে খড়গপুর GRP। খড়গপুর স্টেশনেই এই চারজনের ওপর সন্দেহ হয় খড়গপুর GRP-র।

Kamakhya Anand Vihar Express : আত্মহত্যা নাকি দুর্ঘটনা? কামাখ্যা আনন্দবিহার এক্সপ্রেসে মৃত্যুর ঘটনায় ধন্দে পুলিশ
ওখান থেকেই তাদের ওপর নজরদারি চালাচ্ছিলেন GRP-র আধিকারিকরা। সাঁতরাগাছি স্টেশনে নামার পরই তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তারা কোথা থেকে আসছিল আর কে কে ছিল, কোথায় নিয়ে যাচ্ছিল এই বিপুল পরিমাণ মাদক, কাদেরকে বিক্রি করার কথা ছিল – সমস্ত ব্যাপারে তদন্ত করছেন সাঁতরাগাছি GRP-র পাশাপাশি খড়গপুর GRP-র আধিকারিকরা।

Purba Medinipur News : টোল প্লাজায় পুলিশি অভিযান, লাখ টাকার ব্রাউন সুগার সহ গ্রেফতার ২
এদিকে আজ সকালেও কোনা এক্সপ্রেসওয়ে থেকে গাড়িতে করে গাঁজা পাচারের সময় ধরে ফেলেন পুলিশ কর্মীরা। আবার একই দিনে বিকেলে স্টেশন থেকে গাঁজা উদ্ধারে স্বাভাবিকভাবেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে প্রশাসনের। প্রসঙ্গত উল্লেখ্য, তিন সপ্তাহ আগেই গভীর রাতে ১২৮ কেজি গাঁজা উদ্ধার করে কলকাতা পুলিশ।

Howrah News : উলুবেড়িয়া রেল লাইনের ধার থেকে উদ্ধার যুবকের দেহ, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা
রাতের অন্ধকারে অভিযান চালিয়ে লাখ লাখ টাকার এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে কলকাতা পুলিশের সার্ভে পার্ক থানা এবং নারকোটিকস বিভাগের আধিকারিকেরা। গভীর রাতে ইএম বাইপাসে একটি গাড়ি থেকে এই গাঁজা উদ্ধার হয়। বাজেয়াপ্ত করা গাড়ির সিটের নিচ-সহ আলাদা আলাদা জায়গায় এই গাঁজা লুকনো ছিল।

Coal Smuggling : পাচারের আগেই পুলিশের জালে ১০টি কয়লা বোঝাই বাইক, গ্রেফতার ১
এছাড়াও সম্প্রতি ৬ দিন আগেই বারাসতের হৃদয়পুর মোড় থেকে গাঁজা সহ ২ জনকে গ্রেফতার করে STF ও বারাসত থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে ৩৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার বাজারমূল্য ১ লাখ টাকারও বেশি বলে প্রাথমিকভাবে অনুমান। গোপন সূত্রে খবর পেয়ে বারাসতের হৃদয়পুর মোড়ে বন্ধ পেট্রোল পাম্পের কাছ থেকে তাদের গ্রেফতার করা হয়। তবে এই জেলায় কাদের হাতে গাঁজা পাচার করার পরিকল্পনা ছিল, এখান থেকে এই মাদক কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল, তা স্পষ্ট নয়। এই বিষয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version