নিয়োগ দুর্নীতিকাণ্ডে সক্রিয় সিবিআই। শুক্রবার বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার পাশাপাশি রাজ্যের মোট ছয়টি জায়গায় হানা দিয়েছিল সিবিআই। শনিবার বীরভূমের নলহাটিতে পৌঁছেছে সিবিআইয়ের দল। নলহাটির ২ ব্লকের প্রাক্তন ব্লক সভাপতি বিভাস অধিকারীর বাড়িতে পৌঁছেছে সিবিআইয়ের একটি দল।

দীর্ঘদিন ধরে সিবিআইয়ের রাডারে ছিলেন বিভাস। এর আগেও তাঁর শিয়ালদার বাড়িতে অভিযান চালান সিবিআই গোয়েন্দারা। এদিন তদন্তকারী অফিসাররা বিভাসের নলহাটির বাড়িতে পৌঁছেছেন। সেখানে বিভাস অধিকারীর খোঁজ করা হচ্ছে। সেখানে বিভাস অধিকারীর জন্য অপেক্ষা করছেন সিবিআই আধিকারিকরা। তবে এখনও বিভাস সিবিআই আধিকারিকদের সামনে আসেননি। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বিভাসের বাড়ি ঘিরে রেখেছেন।

Recruitment Scam : দুটো মোবাইল ফেলা হয়েছে পুকুরের জলে? তৃণমূলের বিধায়কের বাড়িতে তল্লাশি জারি CBI-র
নিয়োগ দুর্নীতিতে আগেই জড়িয়েছিল বিভাস অধিকারীর নাম। সিবিআই সূত্রে জানা গিয়েছিল ২০১১ থেকে ২০১৬ সাল অবধি প্রাথমিকের নিয়োগে বেনিয়মের ক্ষেত্রে বিভাসের প্রত্যক্ষ যোগাযোগের প্রমাণ মিলেছে। নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রাক্তন পর্ষদ সভারপতি ও পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের সঙ্গে তাঁর প্রত্যক্ষ যোগাযোগ পাওয়া গিয়েছিল। এমনকী নিয়োগ দুর্নীতি ধৃত কুন্তল ঘোষ, গোপাল দলপতিদের মুখেও বিভাস অধিকারী নাম শোনা যায়।

Recruitment Scam : শাহি সফর শুরুতে তৃণমূল বিধায়কের বাড়িতে হঠাৎ CBI হানা! চলছে জিজ্ঞাসাবাদ
নলহাটিতে বিভাস অধিকারীর একটি আশ্রম রয়েছে। সেখানেও এদিন হানা দিয়েছেন সিবিআই আধিকারিকরা। নলহাটির আশ্রমটিকেও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ঘিরে ফেলতে দেখা গিয়েছে। আশ্রমে গিয়েও বিভাসের খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা।

নিয়োগ দুর্নীতিকাণ্ডে হঠাৎ করেই সক্রিয় সিবিআই। শুক্রবার হঠাৎ করেই বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে হানা দেন সিবিআই গোয়েন্দারা। বাড়ির গেট বন্ধ করে তৃণমূল বিধায়ককে বাড়িতে বসিয়েই শুরু হয় জিজ্ঞাসাবাদ। সিবিআই আধিকারিকরা জীবনের দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেন। তখন তাঁদের হাত থেকে ওই ফোন দুটি কেড়ে নিয়ে বাড়ির পুকুরে ফেলে দেন তৃণমূল বিধায়ক, এমনটাই অভিযোগ।

রাতে পুকুরে উদ্ধারকাজ চালিয়ে মোবাইল দুটি উদ্ধার করা হয়েছে, সিবিআই সূত্রে এমনটাই খবর। এখনও তৃণমূল বিধায়কের বাড়িতেই রয়েছেন সিবিআই গোয়েন্দারা। আগে নিয়োগ দুর্নীতিতে তৃণমূল বিধায়কের নাম সামনে এসেছিল। একটি মোবাইল কথোপকথনের রেকর্ডিং সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল। সেখানে চাকরি দিতে না পারার জন্য পাঁচ লাখ টাকা ফেরত দেওযার কথা বলতে শোনা যায় তৃণমূল বিধায়ককে। যদিও ভাইরাল অডিয়োর সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল। গোটা ঘটনার কথাই তখন অস্বীকার করেন তৃণমূল বিধায়ক। এখন সিবিআই তাঁকে গ্রেফতার করে কিনা, সেটাই দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version