West Bengal News : ঘোষণা করা হয়েছিল কয়েকদিন আগেই। সেই মতো আজ ১৭ এপ্রিল রাজ্যের জায়গায় জায়গায় শুরু হয়েছে আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে বনধ পালন। এই কারণে অনেক জায়গায় চলছে পথ অবরোধ। যার জেরে এই তীব্র দাবদাহে রাস্তায় বেরিয়ে নাকাল হচ্ছেন সাধারণ মানুষ।

আদিবাসী সেঙ্গেল অভিযানের বনধের কারণে বাঁকুড়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছে অধিকাংশ বাস। সমস্যায় পড়েছেন যাত্রীরা। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে আদিবাসী মহিলাদের দিয়ে দণ্ডি কাটানোর প্রতিবাদ সহ বিভিন্ন দাবিতে আদিবাসী সেঙ্গেল অভিযান ১২ ঘণ্টার বন্ধ ডেকেছে।

Bangla Bandh : জেলা জুড়ে চলছে আদিবাসী সেঙ্গেল অভিযানের বনধ, ব্যাহত জনজীবন
আর সেই কারণেই বাঁকুড়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে অধিকাংশ বাস। বাঁকুড়া বাসস্ট্যান্ড থেকে বিভিন্ন রুটে প্রায় সাড়ে তিনশো বাস চলাচল করে। সকালবেলা বাঁকুড়ার জঙ্গলমহল রায়পুর সারেঙ্গা সিমলাপাল তালডাংরা গুটিকতক বাস চলাচল করলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই সব বাসের চাকা বন্ধ হয়ে যায়। শুধুমাত্র দুর্গাপুর আসানসোল রুটের বাস চলাচল করছে স্বাভাবিকভাবে।

হুগলি জেলার পোলবা ও ধনিয়াখালিতে দণ্ডি কাটিয়ে আদিবাসী মহিলাদের তৃণমূলে যোগদান করানোর ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হয় ‘আদিবাসী সেঙ্গেল অভিযান’। বনধকে সমর্থন জানিয়ে ধনিয়াখালিতে মিছিল ও পথ অবরোধ করেন সংগঠনের সদস্যরা। আজ সকালে চুঁচুড়া তারকেশ্বর ১৭ নম্বর রোডের ধনিয়াখালির মদনমোহন তলায় প্রায় আধঘন্টা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান সংগঠনের সদস্যরা।

Dondi Controversy : ‘আদিবাসীরা আমাদের পাশেই আছে…’, দণ্ডি বিতর্ক উড়িয়ে জনসংযোগে নতুন মহিলা সভানেত্রী
ফলে সপ্তাহের প্রথম দিনেই বেশ যানজটের সৃষ্টি হয়। সোমবার সকাল সাতটা নাগাদ পোলবার আলিনগর মোড় অবরোধ করেন আদিবাসী সেঙ্গেল অভিযানের প্রতিনিধিরা। প্রায় আধ ঘন্টা ধরে চলে অবরোধ। ঘটনার খবর পেয়ে পোলবা থানার পুলিশ এসে অবরোধকারীদের সরিয়ে দেয়। এদিকে, আদিবাসীদের ডাকা ১২ ঘন্টার বনধে মিশ্র প্রভাব পড়ল উত্তর দিনাজপুর জেলায়।

জেলা সদর রায়গঞ্জে বিভিন্ন জায়গায় পথ অবরোধ করে আদিবাসী সেঙ্গেল অভিযান। রায়গঞ্জের গুরুত্বপূর্ণ শিলিগুড়ি মোড় ও শহরের প্রবেশ পথ কসবা মোড়ে দু’জায়গায় পথ অবরোধ করে আদিবাসীরা৷ এই ঘটনায় মূল অভিযুক্ত প্রদীপ্তা চক্রবর্তীকে জেলা মহিলা তৃণমূল সভানেত্রীর পদ থেকে সরিয়ে দিলেও খুশি নন আদিবাসীরা৷

তাকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে সোমবার ১২ ঘন্টার বাংলা বনধের ডাক দেয় আদিবাসীদের সংগঠন৷ এদিন বনধ সফল করতে সকাল থেকে পথে নামেন আদিবাসীরা। রায়গঞ্জের কসবা মোড়ে শুরু হয় বনধ সমর্থকদের জাতীয় সড়ক অবরোধ। ফলে যান চলাচল স্তব্ধ হয়ে যায়। আগামি দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামা হবে বলে হুঁশিয়ারি দেন সংগঠন নেতৃত্ব।

Kurmi Protest: কুড়মিদের বিরুদ্ধে বেআইনি জমায়েত ও জাতীয় সড়ক অবরুদ্ধের অভিযোগ তুলে মামলা পুলিশের
এদিকে শিলিগুড়ি মোড়েও শুরু হয় অবরোধ। মাদল ধামসা ও তিরধনুক নিয়ে শিলিগুড়ি মোড়ে অবরোধ করেন ক্ষুব্ধ আদিবাসীরা। দফায় দফায় আলোচনা চললেও কোনও ফল বের হয়নি। আদিবাসীরা অবরোধে অনড় থাকায় স্তব্ধ রয়েছে রায়গঞ্জ শহর। সংগঠনের সভাপতি দূর্গা মুর্মু বলেন, “যতক্ষণ দণ্ডি কাণ্ডে অভিযুক্ত ওই তৃনমূল নেত্রীকে গ্রেফতার না করা হচ্ছে, ততক্ষণ আমাদের আন্দোলন চলবে।”

এদিন একাধিক দাবিতে মেমারি সাতগাছিয়া মোড়ে অবরোধ করেন আদিবাসীরা। অবরোধের ফলে অবরুদ্ধ হয়ে পড়ে মেমারি কাটোয়া ও বর্ধমান কালনা রোড। যদিও মেমারি থানার পুলিশ অন্য রাস্তা দিয়ে যানবাহন ঘুরিয়ে দেয়। সকাল থেকেই চলে এই অবরোধ।অবরোধের ফলে দুর্ভোগে পড়েন সাধারন মানুষ

Bangla Bandh : সোমবার ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক আদিবাসী সেঙ্গেল অভিযানের
এদিকে, সাঁওতালি শিক্ষা বোর্ড গঠন সহ সাঁওতালি মাধ্যমে শিক্ষার সুষ্ঠু পরিকাঠামোর দাবিতে পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের কার্যালয়ে অনির্দিষ্টকালের জন্য ঘেরাও কর্মসূচি শুরু করেছে আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহল। ইতিমধ্যেই মেদিনীপুরে কালেক্টরেট ক্যাম্পাসের সামনে বাঁধা হয়েছে মঞ্চ। আদিবাসী সংগঠনের বিক্ষোভে অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা শাসকের কার্যালয়ের সামনে মোতায়ন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version