সব নাটকে এবার যবনিকা পতন। সোমবার সকালে জীবনকৃষ্ণ সাহার মোবাইলের খোঁজে চলা দক্ষযজ্ঞের অবসান। ৬৬ ঘণ্টা তল্লাশির পর পুকুর থেকে উদ্ধার বড়ঞা তৃণমূল বিধায়কের দ্বিতীয় মোবাইল। রবিবার সকালে পুকুরের পাঁক থেকে উদ্ধার হয় জীবনকৃষ্ণের প্রথম মোবাইল। প্রথম মোবাইল মেলার প্রায় ২৪ ঘণ্টার পর উদ্ধার দ্বিতীয় মোবাইল।নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্তে শুক্রবার জীবনকৃষ্ণ সাহার বাড়িতে হানা দেয় সিবিআই। সূত্রের খবর, জেরা চলাকালীন আচমকা তদন্তকারী আধিকারিকদের হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে ছাদের উপর থেকে ছুঁড়ে বাড়ির পাশের পুকুরে ফেলে দেন তিনি। তারপর থেকে ৬৬ ঘণ্টার বিপুল কর্মকাণ্ড শেষে সোমবার দুপুরের মধ্যেই উদ্ধার দুইটি মোবাইল।

Jiban Krishna Saha CBI: সিঁদুর কৌটোয় পেন ড্রাইভ, নিয়োগ দুর্নীতির খোঁজে পুকুর ছেঁচে উদ্ধার জীবন কৃষ্ণের আরও এক মোবাইল

এতক্ষণ ধরে জলে থাকার পর মোবাইল থেকে কী কোনও ডেটা পাওয়া সম্ভব হবে কিনা এই নিয়েও আশঙ্কায় ছিলেন তদন্তকারীরা। কিন্তু মোবাইল উদ্ধারের পর সে আশঙ্কা মিটেছে। সূত্রের খবর, বড়ঞার তৃণমূল বিধায়কের দ্বিতীয় মোবাইলটি সম্পূর্ণ প্লাস্টিকের প্যাকেটে সিল করা ছিল। আসলে সিবিআই জীবনকৃষ্ণ সাহার মোবাইল সিল করার পরই সেই মোবাইলটি নিয়ে জলে ফেলে দিয়েছিলেন তিনি। কিন্তু সিল প্যাকটি ক্ষতিগ্রস্থ না হওয়ায় অনুমান এত ঘণ্টা জলে থাকার পরও সক্রিয় আছে ফোনটি। ফলে ফোনে থাকা সমস্ত গুরুত্বপূর্ণ ডেটা অক্ষতই রয়েছে বলে মনে করা হচ্ছে।

Jiban Krishna Saha : ৬৫ ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদ, CBI-এর হাতে গ্রেফতার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা
এদিন সকালেই টানা তিনদিনের জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার করা হয় তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে (Jiban Krishna Saha)। সোমবার ভোর পাঁচটা নাগাদ তাঁকে গ্রেফতার করে নিয়ে স্বাস্থ্য পরীক্ষার পর সোজা নিয়ে আসা হয় কলকাতার নিজাম প্যালেসে। তাঁর গ্রেফতারির পরও থামেনি দ্বিতীয় মোবাইলের খোঁজ। অবশেষে এদিন বেলার দিকে উদ্ধার হয় দ্বিতীয় ফোনই।

CBI Recruitment Scam: জীবনের পুকুরে এবার জেসিবি, মোবাইল খুঁজতে মরিয়া সিবিআই

কোথায় মিলল মোবাইল?

জানা গিয়েছে, পুকুরের পাঁক থেকেই উদ্ধার হয়েছে দ্বিতীয় ফোনও। রবিবার পুকুরের জল ছেঁচে চলে খোঁজ। তাঁর আগে ঘটনার পুর্ননির্মাণে তৃণমূল বিধায়ককে পুকুরে ঢিল ছুঁড়তে বলা হয়। টিলটি যে জায়গায় পড়ে সেই জায়গা থেকেই উদ্ধার হয় প্রথম মোবাইল। কিন্তু তখনও মেলেনি দ্বিতীয় মোবাইলের খোঁজ। শেষে পুকুরের কাদামাটিটুকুও খুঁজে দেখতে আনা হয় জেসিবি। তাতেও লাভ হয়নি শেষে এদিন সকালে কাদা থেকে এক শ্রমিক খুঁজে পান দ্বিতীয় মোবাইলটি।

জীবনকৃষ্ণ সাহার এই মোবাইলকাণ্ডে সিবিআই আধিকারিকদের উপর ব্যাপক ক্ষুব্ধ শীর্ষ আধিকারিকরা। তৃণমূল বিধায়কের মোবাইলে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য। মিলতে পারে নিয়োগ দুর্নীতি কাণ্ডে জড়িত থাকার নথি। গুরুত্বপূর্ণ চ্যাট, প্রভাবশালীর সঙ্গে ঘনিষ্ঠতার প্রমাণ। বিধায়কের মোবাইলের মতো এত গুরুত্বপূর্ণ দলিলের এমন অবস্থা কী করে হল তা জানতে চায় দিল্লি সদর দফতর। এমন প্রমাণ নিয়ে দায়সারা মনোভাবে বিক্ষুব্ধ শীর্ষকর্তারা। কীভাবে সিজ করা মোবাইল বড়ঞা তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার হাতে পড়ল? তা জানতে চেয়ে রিপোর্ট তলব করেছে দিল্লি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version