লাখ লাখ টাকা খরচ করে হিন্দু মহাসভার আশ্রয়ে দিল্লি থেকেছেন DA আন্দোলনকারীরা। কুণাল ঘোষের এই অভিযোগে কী প্রতিক্রিয়া সংগ্রামী যৌথ মঞ্চের?
হাইলাইটস
- হিন্দু মহাসভার আশ্রয়ে থেকেছেন DA আন্দোলনকারীরা
- টুইটে অভিযোগ কুণাল ঘোষের
- পালটা জবাব সংগ্রামী যৌথ মঞ্চের
কী অভিযোগ কুণাল ঘোষের?
সোমবার নিজের টুইটার হ্যান্ডেলে দু’টি রশিদের ছবি পোস্ট করেন কুণাল ঘোষ। যেখানে দেখা যাচ্ছে, যৌথ সংগ্রামী মঞ্চের নামে অখিল ভারত হিন্দু মহাসভার তরফে বিল কাটা হয়েছে। একটি এক লাখ টাকার এবং অপরটি ৭৩ হাজার টাকার। দিল্লিতে অখিল ভারত হিন্দু মহাসভা ভবনে থাকার জন্য এই টাকা জমা করা হয়েছিল DA আন্দোলনকারীদের যৌথ সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে। কুণাল ঘোষের বক্তব্য, “এই রশিদগুলি আসল না নকল? যদি আসল হয় তাহলে যৌথ মঞ্চ দিল্লিতে কাদের আশ্রয়ে ছিল, কোথায় ছিল বুঝে নিন। যদি এই টাকা দেওয়া হয় তাহলে এত টাকা নগদে কেন? তাহলে টাকা কে বা কারা দিচ্ছে? কত টাকা উঠছে? মঞ্চের পর্দার পিছনের মুখগুলো স্পষ্ট হচ্ছে। রামবামকং। যদি রশিদ ভুল হয়, মঞ্চ জানাক।”
কড়া প্রতিক্রিয়া আন্দোলনকারীদের
কুণাল ঘোষের এই অভিযোগ নিয়ে ফুঁসে ওঠেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। এই সময় ডিজিটালকে তিনি বলেন, “হোটেলের বদলে যদি আমরা অন্য কোনও জায়গায় পয়সা দিয়ে থাকি, তাহলে আপত্তি জানানোর কী আছে? হিন্দু মহাসভা বলেই কি আপত্তি? আমি পয়সা দিয়ে কোনও ধর্মশালায় থাকলে প্রশ্ন তোলার কোনও জায়গা নেই। মানুষর ঘুরতে গেলে যে কোনও জায়গায় থাকতে পারে। আমরা পাশেই বৌদ্ধ এবং বিড়লা মন্দিরেও ছিলাম। কোথাও তো বিনামূল্যে থাকা হয়নি। বিনা পয়সায় আতিথেয়তা গ্রহণ করলে না হয় প্রশ্ন তুলতে পারতেন। তাছাড়া উনি জানেন না, আমরা নগদে কোনও টাকা দিইনি। অনলাইনে পেমেন্ট হয়েছে।”
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ