‘তৃণমূলে কোনওদিন ছিলাম না, তাই ইস্তফা দেওয়ার প্রশ্নই ওঠে না’, ফের বিস্ফোরক মুকুল রায়। সোমবার রাতে তিনি দিল্লিতে যান। এরপর বঙ্গ রাজনীতিতে একের পর এক নাটকীয় মোড়। মুকুল-পুত্রের দাবি, ‘বাবাকে জোর করে নিয়ে যাওয়া হয়েছে। তিনি অসুস্থ।’ মুকুল অবশ্য় জোর গলায় বলছেন, তিনি ‘ফিট অ্যান্ড ফাইন’।

বুধবার সাদা পাঞ্জাবি এবং গেরুয়া জ্যাকেট পরে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দেন মুকুল রায়। সেখানে তিনি বলেন, “আমি কোনওদিন তৃণমূলে ছিলাম না, ইস্তফা দেওয়ার প্রশ্নই ওঠে না।”
Mukul Roy News : তৃণমূলে তো ছিলামই না, ইস্তফার প্রশ্নই নেই: মুকুল
এদিন পাবলিক অ্যাকাউন্টস কমিটি নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি জানান, ইতিমধ্যেই ইস্তফা দিয়ে দিয়েছি। এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, ” আমি সবসময় BJP-র সঙ্গে থাকব। দল আমাকে যে কাজ দেবে, তাই করব।” অর্থাৎ তিনি স্পষ্ট করেছেন তৃণমূলের সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই।

এদিকে এদিন প্রথমবারমুকুল রায়প্রসঙ্গে মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “মুকুল BJP বিধায়ক। দিল্লি যাবে না পঞ্জাব সেটা তাঁর সিদ্ধান্ত। বিষয়টা ওর ছেলে দেখে নিচ্ছে। ছোট ঘটনা।” রাজনৈতিক পর্যবেক্ষক মহলের একাংশের মন্তব্য, মুকুল রায়ের BJP-তে যোগদান একপ্রকার নিশ্চিত।

Mukul Roy Interview : ‘সম্পূর্ণ সুস্থ, তৃণমূলের বিরুদ্ধেই তো লড়াই’, BJP-তে যোগদান চূড়ান্ত করলেন মুকুল!
প্রসঙ্গত, ২০১৭ সালে তৃণমূল থেকে ইস্তফা দিয়েছিলেন মুকুল রায়। এরপর তিনি BJP-তে যোগদান করেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে রাজ্যে ১৯ টি আসনে জয়লাভ করে BJP। নেপথ্যে মুকুল রায় ফ্যাক্টর কাজ করেছিল বলে মতামত ছিল রাজনৈতিক মহলের। একুশের বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে লড়াই করেছিলেন তিনি। BJP-র টিকিটে লড়ে জয়ীও হন মুকুল রায়।

মুকুলের বিধায়ক পদ খারিজ, গড়হাজির শুভেন্দু!

Mukul Roy News: আজই BJP-তে কামব্যাক মুকুলের? ইঙ্গিতপূর্ণ মন্তব্য ছেলের
কিন্তু, বিধানসভা ভোটের ফলাফল প্রকাশের কিছুদিনের মধ্যেই ফের তৃণমূলে প্রত্যাবর্তন করেন মুকুল রায়। সঙ্গে ছিলেন তাঁর ছেলে শুভ্রাংশু। গত কয়েক মাসে সেভাবে বঙ্গ রাজনীতিতে সক্রিয় ভূমিকায় দেখা যায়নি মুকুল রায়কে। তাঁর ছেলে জানিয়েছিলেন, বাবা শারীরিকভাবে অসুস্থ। মানসিক স্থিতিও ঠিক নেই।

তাঁর দিল্লি যাওয়ার পর থানার দ্বারস্থ হয়েছেন শুভ্রাংশু। তিনি দাবি করেছেন, তাঁর বাবার মানসিক অসুস্থতার সুযোগ নেওয়া হচ্ছে। এখানেই শেষ নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে এবং তাঁকে বদনাম করার চক্রান্ত করা হচ্ছে বলেও মন্তব্য ছিল শুভ্রাংশুর। যদিও ছেলের দাবি উড়িয়ে দিয়েছেন মুকুল রায়। তিনি দাবি করেছেন, সম্পূর্ণ সুস্থ রয়েছেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version