Nadia News : মুকুল রায় কাদের ? তৃণমূলের না বিজেপির? এই নিয়ে দিনভর চর্চা রাজ্য রাজনীতিতে। মুকুল রায় অবশ্য নিজে দাবি করছেন তিনি বিজেপিতেই আছেন। রাজ্য বিধানসভার সরকারি তালিকাও বলছে তাই। তবে মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়, ডাক্তারি রিপোর্ট তুলে ধরেছেন তাঁর মানসিক অসুস্থতার ব্যাপারে। সেই প্রসঙ্গ থেকেই স্বয়ং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মন্তব্য, “আমরা বিধানসভার স্পিকারের কাছে প্রশ্ন করতে চাই, একজন মানসিক ভারসাম্যহীন লোক কীভাবে বিধায়ক থাকেন।”

Mukul Roy : মুকুল অন্তর্ধানের পর থানায় ডেকে জিজ্ঞাসাবাদ, মুখ খুললেন সেই BJP নেতা
গত বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তর এলাকা থেকে নির্বাচিত হন মুকুল রায়। তবে গত বছর ১১ জুন তৃণমূল ভবনে গিয়ে তিনি বিজেপি ছেড়ে শাসকদলে যোগ দেন বলে দাবি করা হয়। এরপর থেকেই অবশ্য দলত্যাগ আইনকে সামনে রেখে তাঁর বিধায়ক পদ নিয়ে সরব হয়েছিল বিজেপি। তবে গত দুদিনে ঘটনাক্রম পুরো হিসাব নিকাশ পাল্টে দিয়েছে।

Mukul Roy : ‘বিজেপিতে যোগ দিতে বহু তৃণমূল নেতা পা বাড়িয়ে আছেন…’, মুকুল ইস্যুতে মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর
বুধবার দিল্লি গিয়ে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করার কথা জানান মুকুল রায়। পাশাপাশি, তিনি নিজ মুখে জানান, তিনি কোনওদিন তৃণমূল কংগ্রেসে যোগ দেননি। বিজেপির বিধায়ক হিসাবেই তিনি রয়েছেন বলে দাবি করেন তিনি। এরপর থেকেই শুরু হয় দলাদলি।

Sukanta Majumdar : ‘গরমে মাথা খারাপ হয়ে গিয়েছে…’, মুখ্যমন্ত্রীকে তোপ সুকান্তর
এদিন কৃষ্ণনগরে এক কর্মী সভায় যোগ দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এর সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, ” মুকুল রায়ের যা মানসিক পরিস্থিতি আমি দেখলাম, ওঁর ছেলে যা সিটি স্ক্যানের রিপোর্ট দেখাল, তাতে মনে হয় না উনি মানসিক ভাবে স্থিতিশীল।” মুকুল রায়ের সিটি স্ক্যান রিপোর্ট এই সময় ডিজিটাল যাচাই করেনি

Mukul Roy : CPIM-কে বাংলা থেকে হঠানোই লক্ষ্য! বাম-তৃণমূল ফারাক ভুলে দিল্লিতে এ কোন মুকুল?
তবে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি কী করে একটি কেন্দ্রের বিধায়ক হিসাবে থাকেন ? এ ক্ষেত্রে কি ওই কেন্দ্রে নতুন করে উপ নির্বাচনের দাবি তোলা হবে ? সুকান্ত মজুমদার বলেন, ” বিধানসভার স্পিরকারের কাছে প্রশ্ন করতে চাই, একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি কী করে বিধায়ক থাকেন।”

Mukul Roy: আচমকা দিল্লিতে মুকুল রায়, রাজধানী যাত্রার কারণ নিয়ে ধোঁয়াশা
তাহলে কি মুকুল রায় বিজেপিতে আছেন ? নাকি তিনি নতুন করে বিজেপিতে যোগ দেবেন। এ বিষয়ে বিজেপির রাজ্য সভাপতির বক্তব্য, এ বিষয়ে তাঁর দলের শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নেবে। পাশাপাশি, এদিন সর্ব ভারতীয় দল হিসাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়েও সমালোচনা করেন বিজেপির সাংসদ।

Mamata Banerjee Mukul Roy : ‘BJP-রই বিধায়ক, ছোট ঘটনা’, মুকুলকে নিয়ে মন্তব্য মমতার
সুকান্ত বলেন, ” মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা খারাপ হয়ে গিয়েছে। উল্টোপাল্টা বকছেন। জীবন কৃষ্ণ সাহা প্রাণ ভোমরা ধরা পড়ার পর থেকে বিভিন্ন তথ্য, নাম বেরিয়ে আসছে। এবি, এমবি নামগুলোর যখন ডিকোড হয়ে যাবে, তখন তৃণমূল দলটা পিসি সরকারের ম্যাজিকের মতো ভ্যানিশ হয়ে যাবে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version