West Bengal Weather Update গরমে রীতিমতো নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। কবে জ্বালা-পোড়া গরম থেকে পাওয়া যাবে নিস্তার! সেই দিকে তাকিয়ে সাধারণ মানুষ। এবার এই প্রসঙ্গে খুশির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর। সপ্তাহান্তেই কলকাতায় রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস। একইসঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও।

হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার এবং সোমবার এই দু’দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। শুধু তাই নয়, কলকাতায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া, পূর্বাভাস রয়েছে এমনটাই। মোটের উপর সপ্তাহান্তেই ফিরতে চলেছে স্বস্তি।

Weather Update Today : অবশেষে স্বস্তির বৃষ্টি! শনিবার ভিজবে একাধিক জেলা
বিষয়টি নিয়ে আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ কুমার দাস বলেন, “২৩ তারিখ থেকে ২৫ তারিখের মধ্যে কলকাতায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা।”

শনিবার ইদের দিন দক্ষিণবঙ্গের আট জেলায় বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি সোম থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। ২১ তারিখ শুক্রবার থেকে ২৩ তারিখ রবিবারের মধ্যে পশলা বৃষ্টি হতে পারে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে। ইদের দিন থেকেই রাজ্যে তাপমাত্রার বদল হতে চলেছে। অপেক্ষাকৃত কমবে রোদের তেজ।

Kolkata Temperature Today : বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহ! আরও গরম বাড়ার সম্ভাবনা
গত কয়েকদিন ধরেই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছেদক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৮৯ শতাংশ এবং সর্বনিম্ন ২৫ শতাংশ। শনিবার কলকাতায় তাপপ্রবাহের সতর্কতা নেই।

দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে শুক্রবার পর্যন্ত। এরপর ধীরে ধীরে তাপমাত্রা সামান্য কমতে পারে। কিছুটা স্বস্তি ফেরার সম্ভাবনা।

Heat Wave in West Bengal : ৪০ ডিগ্রি পার করবে কলকাতার তাপমাত্রা! আগামী ৪ দিন বাংলায় তাপপ্রবাহের সতর্কতা
উত্তরবঙ্গেও ফিরছে স্বস্তি। বৃহস্পতিবারদার্জিলিং, কালিম্পংয়েশিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টির পর উপরের দিকে জেলাগুলির তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। কিন্তু, এরইমধ্যে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে এদিন তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। পাহাড়ি এলাকা বাদ দিয়ে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে শুক্রবার পর্যন্ত। শনিবার থেকে তাপমাত্রা কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। স্বাভাবিকভাবে ফিরবে স্বস্তিও।
Weather Update Today : রাজ্যবাসীর জন্য সুখবর, ৪৮ ঘণ্টার মধ্যেই জেলায় জেলায় বৃষ্টি
পাশাপাশি জলপাইগুড়ি, কোচবিহার এবংআলিপুরদুয়ারেরয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। তাৎপর্যপূর্ণভাবে দেশের বিভিন্ন রাজ্যে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version