West Bengal News : কালিয়াগঞ্জে কিশোরীকে ধর্ষণ ও খুনের প্রতিবাদে জেলা জুড়ে আন্দোলনে নামল বিরোধীরা। আলাদা আলাদা ভাবে বিক্ষোভ দেখালেন CPIM, BJP, ABVP কর্মীরা। রায়গঞ্জ শহরে এদিন পথে নামে CPIM-এর যুব ও ছাত্র সংগঠন। সোমবার রায়গঞ্জ শহরে একটি বিক্ষোভ মিছিল করা হয়। শহর পরিক্রমার পর মিছিল গিয়ে শেষ হয় রায়গঞ্জ থানার সামনে।

সেখানে থানার ভিতরে ঢোকার চেষ্টা করেন যুব ও ছাত্র সংগঠনের নেতা কর্মীরা। শুরু হয় ধাক্কাধাক্কি। যদিও পুলিশ ব্যারিকেড করে তাদের বাধা দেয়। এরপর গেটে সামনেই শুরু হয় অবস্থান কর্মসূচি। নেতৃত্ব দেন DYFI-এর জেলা সম্পাদক ইন্দ্রজিত বর্মন।

Kaliaganj Conflict : কালিয়াগঞ্জে নির্যাতিতার দেহ উদ্ধারে অমানবিক ছবি! সাসপেন্ড ৪ পুলিশকর্মী
তিনি এই কাণ্ডে পুলিশের বিরুদ্ধে তীব্র সুর চড়ান। দেহ তোলা কাণ্ডে ৪ পুলিশ অফিসারকে সাসপেন্ড প্রসঙ্গে ইন্দ্রজিত বাবু বলেন, “শুধু চার জন নয়, পুলিশের যারা দোষী সকলকে সাসপেন্ড করতে হবে।” কঠোর পদক্ষেপ গ্রহনের দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি BJP-র বিরুদ্ধেও সুর চড়ান সংগঠন নেতৃত্ব।

BJP যেকোনও ঘটনার ক্ষেত্রে গিয়েই পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করে বলে অভিযোগ করেন তিনি। এদিকে, কালিয়াগঞ্জে কিশোরী মৃত্যু ও ধর্ষণের প্রতিবাদে সরব হল ABVP। পুলিশের পক্ষ থেকে মৃতদেহ নিয়ে যাওয়ার ধরন নিয়েও প্রশ্ন তুলেছেন সংগঠনের নেতৃত্ব। এই ইস্যুতে সোমবার বৃহত্তর আন্দোলনে নামেন ABVP-র নেতা কর্মীরা।

এদিন শিলিগুড়ি মোড় থেকে মিছিল করেন তারা। নেতৃত্ব দেন সংগঠনের রাজ্য সম্পাদক (উত্তরবঙ্গ) শুভব্রত অধিকারী। মিছিল শেষ হয় কর্নজোড়ায় অবস্থিত পুলিশ সুপারের দফতরের সামনে। সেখানে ঢোকার চেষ্টা করে অন্দোলনকারীরা। যদিও পুলিশ বেশ কয়েকটি ব্যারিকেড তৈরি করে রাখে।

Uttar Dinajpur : কালিয়াগঞ্জে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে ধর্ষণ করে খুনের অভিযোগ! গ্রেফতার ছেলে-বাবা
প্রথম ব্যারিকেড ভেঙে দেন ABVP নেতৃত্ব। চূড়ান্ত উত্তেজনার সৃষ্টি হয়। পরে সেখানে ধর্নায় বসেন সংগঠনের রাজ্য সম্পাদক। কালিয়াগঞ্জ কাণ্ডে পুলিশের ভূমিকায় তীব্র ক্ষোভ উগরে দেন শুভব্রত অধিকারী। এই ঘটনার প্রতিবাদে সোমবার সকাল থেকে জেলা জুড়ে পথ অবরোধ ও আন্দোলনে সামিল হয় BJP।

সোমবার বিকেলে উত্তর দিনাজপুরের ইটাহারে বিক্ষোভ মিছিল করে BJP-র নেতা কর্মীরা। স্কুল ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগে জড়িতদের অভিযুক্তদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে এদিন ইটাহারের চৌরাস্তা মোড় এলাকায় বিক্ষোভ মিছিল পরিক্রমা করে। সেখানেই পথ অবরোধ করেন তারা৷ একই ছবি রায়গঞ্জেও।

এদিন রায়গঞ্জ শহরেও BJP-র পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি গ্রহন করা হয়। এদিন দলের জেলা কার্যালয়ের সামনে এমজি রোডে রাস্তা অবরোধ করে চলে বিক্ষোভ। দোষীদের কঠোর শাস্তির দাবীতে সরব হয়েছেন BJP নেতৃত্ব। রায়গঞ্জ ইটাহারের পাশাপাশি হেমতাবাদ ব্লকেও একই ইস্যুতে আন্দোলনে নামে BJP।

Kaliaganj Rape Case : ‘শিশুর মৃতদেহ নিয়ে রাজনীতি!’ কালিয়াগঞ্জ ধর্ষণকাণ্ডে জাতীয় ও রাজ্য শিশু সুরক্ষা কমিটির টুইট তরজা
অবিলম্বে জড়িতদের কঠোর শাস্তির ব্যবস্থা না করা হলে আগামিদিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা৷ এদিকে, এই পরিস্থিতিতে ফের একবার CBI তদন্তের দাবিতে সরব হল মৃত ছাত্রীর পরিবার। মৃতদেহের পুনরায় ময়না তদন্তের প্রয়োজন পড়তে পারে ভেবে বাড়ির কাছে মৃত নাবালিকাকে সমাধিস্থ করে পরিবার।

মৃতদেহের সংরক্ষণের জন্য সমাধিস্থল বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। রাতের জন্য আলোর ব্যবস্থাও করা হয়েছে। মৃতার পরিবারের দাবি, পুলিশি তদন্তে তাঁদের আস্থা নেই। অবিলম্বে CBI তদন্তের নির্দেশ দেওয়া হোক। তাহলে প্রকৃত ঘটনা সামনে আসবে। তবে ১৪৪ ধারা জারি থাকায় সোমবারও এলাকার পরিবেশ ছিল থমথমে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version