২০১৪-র প্রাথমিক টেটে সফল প্রার্থীদের প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে শংসাপত্র বিলির কাজ শুরু হয়েছে।
হাইলাইটস
- আদালতের নির্দেশে ২০১৪-র প্রাথমিক টেটে সফল প্রার্থীদের শংসাপত্র দিচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ
- শুক্রবার এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা
- প্রাথমিকের দু’টি ওয়েবসাইটে মিলছে শংসাপত্র
প্রাথমিকের দু’টি ওয়েবসাইটে মিলছে শংসাপত্র – www.wbbpe.org এবং https://wbbprimaryeducation.org। আর যাঁরা এখনও আবেদন জানাননি, তাঁরা শংসাপত্র পেতে অনলাইন আবেদন করতে হবে। আদালতের নির্দেশে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের টেটে সাফল্যের নম্বর ৮৩-র বদলে ৮২ করা হয়েছে। তাঁরাও শংসাপত্র পেতে অনলাইনে আবেদন জানাতে পারবেন।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ