Hajj Yatra : হজযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নবান্নে হজ বৈঠক – to complete the hajj yatra officials of the administration arranged a meeting in nabanna


হজযাত্রা ঠিকভাবে সম্পন্ন করতে শনিবার নবান্নে বৈঠকে বসলেন প্রশাসনের শীর্ষ কর্তারা। হাজির ছিলেন একাধিক দফতরের কর্তারা ।

 

Nabanna
নবান্নে হজ বৈঠক(প্রতীকী ছবি)

হাইলাইটস

  • চলতি বছরে হজযাত্রা সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে শনিবার নবান্নে বৈঠকে বসলেন প্রশাসনের শীর্ষ কর্তারা
  • নবান্ন সভাঘরে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে বৈঠক হয়
  • পরিবহণ, স্বাস্থ্য, জনস্বাস্থ্য কারিগরি, সংখ্যালঘু বিষয়ক দপ্তর-সহ হজযাত্রার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্তারা বৈঠকে যোগ দেন
এই সময়: চলতি বছরে হজযাত্রা সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে শনিবার নবান্নে বৈঠকে বসলেন প্রশাসনের শীর্ষ কর্তারা। নবান্ন সভাঘরে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে বৈঠক হয়। পরিবহণ, স্বাস্থ্য, জনস্বাস্থ্য কারিগরি, সংখ্যালঘু বিষয়ক দপ্তর-সহ হজযাত্রার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্তারা বৈঠকে যোগ দেন।

Mamata Banerjee : মমতার নির্দেশ মেনে বন্যার প্রস্তুতি বৈঠক নবান্নে
রেল, বিমানবন্দর, সিআইএসএফ, পাসপোর্ট বিভাগের প্রতিনিধিরাও বৈঠকে উপস্থিত ছিলেন বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। নিউ টাউনে হজ হাউসের প্রস্তুতি, হজযাত্রীদের পাসপোর্ট এবং বিমানবন্দরের পাসের ব্যবস্থা, টিকাকরণ ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version